বার্তা সংস্থা ইকনা: কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড সেন্টারে স্থানীয় সময় ২০টা থেকে ২৩ পর্যন্ত উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিবিদ এবং রাষ্ট্রদূত ছাড়াও সেদেশের রাজা আব্দুল হালিম মুয়াজ্জাম শাহ উপস্থিত ছিলেন।
৫৮তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ৮ম মে পর্যন্ত একাধারে অব্যাহত থাকবে। উক্ত প্রতিযোগিতায় ৬৯টি দেশের প্রতিযোগীগণ একে অপরের সাথে প্রতিযোগিতা করবেন। এর মধ্যমে কিছু দেশের প্রতিনিধি শুধুমাত্র হেফজ ও কিছু দেশের প্রতিনিধি শুধুমাত্র তিলাওয়াত এবং ২৬টি দেশের প্রতিনিধি উভয় বিভাগে অংশগ্রহণ করবেন। উক্ত প্রতিযোগিতা নারী ও পুরুষ উভয় প্রতিনিধির অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ার মোট চার জন প্রতিনিধি অর্থাৎ হেফজ বিভাগে এক জন নারী ও এক জন পুরুষ এবং তিলাওয়াত বিভাগে এক জন নারী ও এক জন পুরুষ অংশগ্রহণ করবেন।
"ঐক্য; জাতীর উন্নয়নের মূল চাবিকাঠি" শিরোনামে মালয়েশিয়ায় ৫৮তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠতি হচ্ছে। প্রতিযোগিতার বিচারক হিসেবে মিসর, সৌদি আরব, কাতার, লেবানন, জর্ডান, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিচারকমণ্ডলী উপস্থিত থাকবেন।
সাইয়্যেদ মুস্তফা হুসাইন নামের ইরানী যুবক কারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। গত বছর সাতান্নতম প্রতিযোগিতায় ইরানের বিশিষ্ট কারী মোহসেন হাজী হাসানী কারগার অংশগ্রহণ করেন এবং তিনি তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অধিকার করেন। তিন সেই বছর হজ্জে গিয়ে মিনা ট্রাজেডিতে শাহাদাত বরণ করেন।
iqna