IQNA

রমজানে তিউনিশিয়ায় ৬০০০ কুরআন বিতরণ করা হবে

20:58 - May 29, 2016
4
সংবাদ: 2600866
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: তিউনিশিয়ার ধর্মমন্ত্রী ‘মুহাম্মাদ খালিল’ জানিয়েছেন, পবিত্র রমজান মাস উপলক্ষে তিউনিশিয়ার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় সংস্থার মাঝে ৬ হাজার কুরআন শরিফ বিতরণ করা হবে।

Jawharafm.net ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মুহাম্মাদ খালিল এ সম্পর্কে জানিয়েছেন, তিউনিশিয়াকে এ সংখ্যক কুরআন শরিফ উপহার দেয়া হয়েছে। দেশের ধর্ম মন্ত্রণালয় পবিত্র রমজান মাস উপলক্ষে এ কুরআন শরিফগুলো বিতরণের উদ্যোগ নিয়েছে।

এদিকে, ছুটির দিনগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্রদের পবিত্র কুরআন হেফজ প্রশিক্ষণের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে তিউনিশিয়ার ধর্ম মন্ত্রণালয়।

উগ্রতাবাদ ও সন্ত্রাসবাদের মোকাবেলায় তিউনিশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গৃহীত কর্মসূচীর আওতায় এ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।

তিউনিশিয়া শিক্ষাবোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুলের শিক্ষার্থীরা ছুটির দিনগুলোতে পবিত্র কুরআন মুখস্থ করার সুযোগ পাবে।#3501911


প্রকাশিত: 4
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
kcmeoxac
0
0
20
mnvnyeim
0
0
20
wnsqbxgp
0
0
20
uchvvfwp
0
0
20
captcha