IQNA

মানুষের উপর আল্লাহর সব থেকে কঠিন ফরজ

23:22 - July 15, 2016
সংবাদ: 2601204
কেয়ামতের দিন, তিনধরনের মানুষ যারা আল্লাহর সব থেকে নিকটবর্তী থাকবে। সবার হিসাব শেষ না হওয়া পর্যন্ত তারা আল্লাহর সান্নিধ্যেই থাকবেন।

ইনসাফ বা ন্যায় একটি অতি পরিচিত শব্দ যা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বারবার ব্যবহার করে থাকি। কিন্তু নিজেদের ক্ষেত্রে ইনসাফের দাবি করলেও অন্যের ক্ষেত্রে ইনসাফ করতে আমাদের বেশ কষ্ট হয়। অথচ ইনসাফের উপর আমল করলে জীবনে তার বহু বরকত নেমে আসে।  

ইমাম জাফর সাদিক(আ.) বলেন: মানুষের উপর আল্লাহর সব থেকে কঠিন ফরজ হচ্ছে তিনটি-১। ন্যায্য সংগত আচরণ করা, ২- মহান আল্লাহর পথে ভাইদের সাহায্য করা, ৩- সকল অবস্থায় আল্লাহর স্মরণ করা। সুতরাং তাকে যদি কোন ইবাদতের জন্য নির্দেশ করা হয় যেন তা পালন করে আর কোন গোনাহের সম্মুখীন হলে সে যেন তা বর্জন করে।

তিনি আরও বলেছেন: কেয়ামতের দিন, তিন ধরনের মানুষ যারা আল্লাহর সব থেকে নিকটবর্তী থাকবে তারা হল: ১- যে ব্যক্তি রাগ সংবরণ করতে পারে এবং রাগ তাকে অত্যাচারের পথে নিতে পারে না। ২- যে ব্যক্তি দুই ব্যক্তির সাথে চলাফেরা করে কিন্তু এক বিন্দুও কোন পক্ষের বিরুদ্ধে অবস্থান নেয় না। ৩- যে ব্যক্তি সদা সত্য কথা বলে আর তা তার পক্ষে থাকুক বা বিপক্ষে যাক।

হযরত আলী(আ.) বলেছেন: যে ব্যক্তি সর্বদা ইনসাফের সাথে চলাচল করে আল্লাহ তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে দেন।

রাসূল(সা.) সর্বদা তার খোতবার শেষে বলতেন: সেই ব্যক্তি সৌভাগ্যবান যার অন্তর পাক-পবিত্র, যার ভিতরও বাহির উভয়ই সুন্দর, যে তার অতিরিক্ত সম্পদ থেকে দান করে। এবং যে ব্যক্তি কম কথা বলে এবং মানুষের সাথে ইনসাফের সাথে আচরণ করে।

ইমাম জাফর সাইদক(আ.) বলেছেন: যারা আমাকে চারটি জিনিশের জামানত দিবে আমি তাদেরকে বেহেশতে চারটি ঘরের সুসংবাদ দিব: ১- দরিদ্রতাকে ভয় না করে দান কর, ২-স্পষ্টভাবে সালাম উচ্চারণ কর, ৩- হক তোমার হলেও ঝগড়া বিবাদ থেকে বিরত থাক, ৪- মানুসেল সাথে ইনসাফের সাথে আচরণ কর।

সূত্র: ওসায়েলুশ শিয়া
ট্যাগ্সসমূহ: আল্লাহ ، ইমাম ، জাফর ، কেয়ামত
captcha