
এর ভেতর সর্বপ্রাচীন কাপিতান কেলিং মসজিদ ১৮০১ সালে নির্মিত এবং সর্বনবীন জামেক পিরাংগিন মসজিদ ১৮৯০ সালে নির্মিত।
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক ড. মুহাম্মদ আবদুল হামিদ বলেন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে পরিকল্পনার উদ্দেশ্য হলো মসজিদগুলোর ঐতিহাসিক মূল্য, স্থাপত্য উপাদানগুলো এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা। যেন মসজিদগুলোর অক্ষত ও ব্যবহার উপযোগী থাকে। তবে মসজিদগুলোর সব সংস্কার অবশ্যই ইউনেসকোর নীতিমালা অনুসারে সম্পন্ন করা হবে।
পেনাং রাজ্যের আইনসভায় প্রদত্ত একটি লিখিত প্রশ্নের উত্তরে তিনি এসব তথ্য জানান।
তিনি আরো বলেন, উনিশ শতকে নির্মিত এসব মসজিদের সঙ্গে পেনাং অঞ্চলে মুসলিম সমাজের বিকাশ ও উন্নয়নের ইতিহাস জড়িয়ে আছে। কেন্দ্রীয় সরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব স্থাপত্য সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ।
সূত্র : বারনামা ডটকম ও মালয় মেইল