IQNA

কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘সুন্দর কণ্ঠস্বর’

আজহার বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ

0:08 - November 22, 2025
সংবাদ: 3478477
ইকনা- আজহার বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ফারগোতাহেল (গ্লোবাল এলামনাই) সংস্থা ও আবুলআইনিন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘সুন্দর কণ্ঠস্বর’ ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষত বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ এই প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

ইকনার প্রতিবেদন অনুযায়ীএই প্রতিযোগিতা আজহারের মিশরীয় ও অমিশরীয় সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। কোরআন তিলাওয়াতের তরুণ প্রতিভা অন্বেষণ ও তাদের উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

সাদ আল-মুতাইনিবিশ্ব ফারগোতাহেল সংস্থার গণমাধ্যম বিভাগের পরিচালক ও প্রতিযোগিতার সুপারভাইজার বলেনআজহারের শিক্ষার্থীদের কোরআনিক প্রতিভা বিকাশে সুন্দর কণ্ঠস্বর’ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা বিদেশি ও মিশরীয় শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানানআবুলআইনিন ফাউন্ডেশনসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতা আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-বান্ধব ও মধ্যমপন্থার বার্তা প্রচারের মিশনকে আরও শক্তিশালী করছে।

মিশরের শেখ জায়েদ ভাষা শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা দুই দিনব্যাপী চলবে।
এর মূল লক্ষ্যসমূহ হলো— আজহারের প্রতিভাবান কণ্ঠসম্পন্ন শিক্ষার্থীদের শনাক্ত করাসৃজনশীল ও সুন্দর তিলাওয়াতকে উৎসাহিত করা এবং বিশ্বে আজহারের মধ্যপন্থী ইসলামী চিন্তাধারার বার্তা শক্তিশালী করা।

استقبال دانشجویان خارجی الازهر از مسابقات تلاوت قرآن

বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আজহারের আন্তর্জাতিক পরিচিতি ও বিশ্ব এলামনাই সংস্থার ভাবমূর্তি আরও দৃঢ় করেছে।

উল্লেখ্যআবুলআইনিন ফাউন্ডেশন একটি স্বাধীন সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠানযা ২০০১ সালে মিশরের ক্লিওপেট্রা গ্রুপ’-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি শিক্ষাস্বাস্থ্য ও সমাজসেবামূলক বহু প্রকল্প পরিচালনা করে আসছে। 4317905#

 

captcha