
ইকনার প্রতিবেদন অনুযায়ী, এই প্রতিযোগিতা আজহারের মিশরীয় ও অমিশরীয় সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। কোরআন তিলাওয়াতের তরুণ প্রতিভা অন্বেষণ ও তাদের উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
সাদ আল-মুতাইনি, বিশ্ব ফারগোতাহেল সংস্থার গণমাধ্যম বিভাগের পরিচালক ও প্রতিযোগিতার সুপারভাইজার বলেন— “আজহারের শিক্ষার্থীদের কোরআনিক প্রতিভা বিকাশে ‘সুন্দর কণ্ঠস্বর’ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা বিদেশি ও মিশরীয় শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান, আবুলআইনিন ফাউন্ডেশনসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতা আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-বান্ধব ও মধ্যমপন্থার বার্তা প্রচারের মিশনকে আরও শক্তিশালী করছে।
মিশরের শেখ জায়েদ ভাষা শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা দুই দিনব্যাপী চলবে।
এর মূল লক্ষ্যসমূহ হলো— আজহারের প্রতিভাবান কণ্ঠসম্পন্ন শিক্ষার্থীদের শনাক্ত করা, সৃজনশীল ও সুন্দর তিলাওয়াতকে উৎসাহিত করা এবং বিশ্বে আজহারের মধ্যপন্থী ইসলামী চিন্তাধারার বার্তা শক্তিশালী করা।

বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আজহারের আন্তর্জাতিক পরিচিতি ও বিশ্ব এলামনাই সংস্থার ভাবমূর্তি আরও দৃঢ় করেছে।
উল্লেখ্য, আবুলআইনিন ফাউন্ডেশন একটি স্বাধীন সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠান, যা ২০০১ সালে মিশরের ‘ক্লিওপেট্রা গ্রুপ’-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক বহু প্রকল্প পরিচালনা করে আসছে। 4317905#