
হযরত ফাতিমা জাহরা (সা. আ.)–এর শাহাদাতবার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে হাজারো জিয়ারতকারী ইরাকের পবিত্র শহর সামরার দিকে রওনা হয়েছেন। তারা ইমাম আল-হাদী (আ.) ও ইমাম হাসান আল-আসকারী (আ.)–এর পবিত্র মাজার হরাম ইমামাইন আসকারিয়াইন (আ.)–এর দিকে পায়ে হেঁটে বা বিভিন্ন বাহনে করে অগ্রসর হচ্ছেন।
প্রতি বছর এ উপলক্ষে সামরায় বিপুল সংখ্যক শিয়া মুসলমান সমবেত হন এবং বেদনাবিধুর এ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেন। এ বছরও নিরাপত্তা বাহিনী ও জিয়ারতকারী –সহায়ক কমিটিগুলো বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে যাতে জিয়ারতকারীদের চলাচল নির্বিঘ্ন রয়েছে।








