আরবি–২১ এর প্রতিবেদন অনুযায়ী, সিএনএন জানায়— ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি আগামী শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে জাহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন। নভেম্বরের শুরুতে মামদানি নিউইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পর এটাই দুই নেতার প্রথম বৈঠক হতে যাচ্ছে।
ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন— “নিউইয়র্কের কমিউনিস্ট মেয়র জাহরান মামদানি সাক্ষাতের অনুরোধ করেছে। আমরা সম্মত হয়েছি যে সাক্ষাৎ শুক্রবার অনুষ্ঠিত হবে।”
অন্যদিকে জাহরান মামদানি এমএসএনওডব্লিউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাঁর দল জনকল্যাণের স্বার্থে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন— “আমরা নিউইয়র্কের ৮.৫ মিলিয়ন মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে যে কারও সঙ্গে বসতে প্রস্তুত।”
সিএনএনের বিশ্লেষণে বলা হয়— এই বৈঠকটি গত কয়েক মাস ধরে চলা তীব্র বাকযুদ্ধের ইতি টানতে পারে। জুন মাসে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ের পর থেকেই ট্রাম্প ও মামদানির মধ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যায়।
ট্রাম্প নির্বাচনী প্রচারণায় মামদানিকে “ছোট কমিউনিস্ট” আখ্যা দেন এবং হুমকি দেন— যদি মামদানি নির্বাচন জিতে মেয়র হন, নিউইয়র্কের জন্য ফেডারেল বাজেট বন্ধ করে দেবেন।
মামদানি নির্বাচনে জয়ের পর ট্রাম্পকে হালকা বিদ্রূপ করে বলেন— “ডোনাল্ড ট্রাম্প, যেহেতু জানি আপনি দেখছেন— চারটি শব্দ বলছি: টিভির ভলিউম বাড়িয়ে নিন।”
রবিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন যে তিনি মেয়রের সঙ্গে দেখা করতে আগ্রহী এবং নিউইয়র্কের সমস্যাগুলোর সমাধান খুঁজতে কাজ করতে চান।
তিনি বলেন— “আমরা চাই নিউইয়র্কের সবকিছু ভালোভাবে চলুক।” দুজন নেতার এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক নজর কাড়বে বলে ধারণা করা হচ্ছে। 4318212#