IQNA

আমেরিকার মিশিগানের ডিয়ারবর্নে কোরআন পোড়ানোর চেষ্টা ঘিরে উত্তেজনা বৃদ্ধি

21:59 - November 21, 2025
সংবাদ: 3478472
ইকনা- আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্ন শহরে ইসলামবিরোধী এক বিক্ষোভে কোরআন পোড়ানোর চেষ্টা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। শহরটিতে বসবাসকারী মুসলমানরা “ডিয়ারবর্ন সবার জন্য” স্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে এই উসকানির জবাব দিয়েছেন।

আরটির বরাতে ইকনা জানায়, মঙ্গলবার বিকেলে শহরের শেফার ও মিশিগান সড়কে দুটি বিক্ষোভ একত্র হয়ে উত্তেজনা বাড়িয়ে তোলে। ইসলামবিরোধী একদল বিক্ষোভকারী উদ্দেশ্যমূলকভাবে স্থানীয় মুসলমানদের উসকানি দেওয়ার চেষ্টা করে।

স্থানীয় সূত্র জানায়, পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে যখন জ্যাক লংযিনি মার্কিন কংগ্রেসে ৬ জানুয়ারির হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের একজনমিশিগান এভিনিউতে এসে কোরআনের একটি কপি পোড়ানোর চেষ্টা করেন। তাঁর বারবার কোরআন পোড়ানোর প্রচেষ্টায় মুসলিম বিক্ষোভকারীরা বাধা দেন। শেষ পর্যন্ত এক মুসলিম অংশগ্রহণকারী কোরআনের কপিটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে চলে যান।

উত্তেজনা বাড়তে থাকায় পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং এলাকায় অতিরিক্ত টহল মোতায়েন করে। সিটি হলের সামনে থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে মিশিগানের গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী অ্যান্থনি হাডসন আলাদা একটি সমাবেশ করেন। এর আগে তিনি বিক্ষোভকে ক্রুসেডবলে আখ্যায়িত করলেও ডিয়ারবর্নের তিনটি মসজিদ পরিদর্শনের পর নিজের বক্তব্য পরিবর্তন করেন। তাঁর অবস্থান পরিবর্তনে ক্ষুব্ধ হয়ে জ্যাক লং হাডসনের প্রচার বাসে আপত্তিকর মন্তব্য লিখে রাখেন।

বিক্ষোভে ইসলামবিরোধী কর্মীরা অংশ নিলেও স্থানীয় মুসলমানরা শান্ত বার্তা দিয়েছেন। তারা জানান, ইসলাম শান্তির ধর্ম এবং ডিয়ারবর্ন এমন একটি শহর যেখানে সকলের জন্য সমান সুযোগ ও নিরাপত্তা রয়েছে।

ডিয়ারবর্ন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় আরব-আমেরিকান সম্প্রদায়ের আবাসস্থল, যেখানে বহু আরব বংশোদ্ভূত বাসিন্দা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। 4317884#

captcha