IQNA

একমাত্র ঈমানের উপর নির্ভর করেই দাম্ভিক শক্তিগুলোকে দমনে সক্ষম হয়েছে ইরান: সর্বোচ্চ নেতা

23:06 - August 09, 2016
সংবাদ: 2601358
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা এবং ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন যে, একমাত্র ঈমানের উপর নির্ভর করেই দাম্ভিক শক্তিগুলোকে দমনে সক্ষম হয়েছে ইরান।


কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ মঙ্গলবার ৯ই আগষ্ট সকালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাতকালে বলেন: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বজায় রাখার নীতি থেকে কখনো সরে আসবে না তেহরান। কেননা ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনী আমাদেরকে তাগুত ও দাম্ভিক শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাড়ানোর শিক্ষা দিয়ে গেছেন।

গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভির নেতৃত্ব ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল মঙ্গলবার তেহরানে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী তাঁর ভাষণে বলেন, "দাম্ভিক শক্তিগুলোর নেতা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতার (ইমাম খোমেনী রহ.) অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া বা বিষয়টিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।

ভাষণের অন্যত্র দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের নিরসল প্রচেষ্টার ভুয়সী প্রসংসা করেন সর্বোচ্চ নেতা। তিনি এ মন্ত্রণালয়কে ইসলামি প্রজাতন্ত্রের বিনিদ্র ও পর্যবেক্ষক চোখএবংগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ঘাঁটিবলে অভিহিত করেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, "গোয়েন্দা মন্ত্রণালয় ইসলামি শাসনব্যবস্থার মজবুত আবরণ এবং এটিকে কখনো অরক্ষিত রাখা যাবে না।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষতি করার জন্য শত্রু যেখানেই আস্তানা গাড়বে গোয়েন্দা মন্ত্রণালয়কে সেখানেই অভিযান চালাতে হবে বলে তিনি মন্তব্য করেন।

iqna

captcha