ইকনা সূত্রে আল-খলিজ সংবাদমাধ্যম জানায়, এই নতুন অনুষ্ঠানে এমন সব ছাত্রছাত্রীদের অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প তুলে ধরা হবে যারা আল-কাসিমিয়া বিশ্ববিদ্যালয়, কুরআন অ্যাকাডেমি, এবং শারজাহ বিশ্ববিদ্যালয়-এর মতো প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেছেন। তারা নিজ দেশে ফিরে কুরআনিক শিক্ষা কেন্দ্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করে ইসলামী মূল্যবোধ, মধ্যপন্থা ও নৈতিকতার প্রচারে ভূমিকা রাখছেন।
এই শিক্ষার্থীরা শারজাহর শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো থেকে অর্জিত জ্ঞান ও দায়িত্ববোধকে বাস্তবে রূপ দিচ্ছেন এবং তা সমগ্র ইসলামী বিশ্বে প্রসারিত করার জন্য কাজ করছেন।
“সাফিরান-এ শারজাহ” অনুষ্ঠানটি প্রতিদিন শারজাহ কুরআন স্যাটেলাইট টেলিভিশনে সম্প্রচারিত হয়। এটি সুরা তিলাওয়াতের মধ্যবর্তী বিরতি এবং দৈনিক তেলাওয়াতের সময়ে প্রচারিত হয়, যাতে সর্বাধিক সংখ্যক দর্শক এর বার্তা থেকে উপকৃত হতে পারেন।
খলিফা হাসান খালাফ, শারজাহ কুরআন রেডিও ও স্যাটেলাইট টিভি নেটওয়ার্কের পরিচালক, জানান —
এই অনুষ্ঠানটি শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি, শারজাহর শাসকের নির্দেশনা ও দিকনির্দেশনার আলোকে তৈরি করা হয়েছে। এর লক্ষ্য হলো শারজাহর কুরআনিক প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের বৈজ্ঞানিক ও নৈতিক কর্মকাণ্ডে সহায়তা প্রদর্শন করা।
তিনি আরও বলেন, “সাফিরান-এ শারজাহ” শারজাহর সাংস্কৃতিক ও সভ্যতাগত ভূমিকার প্রতিফলন ঘটায় এবং ইসলামী বিশ্বে এর প্রভাব ও গুরুত্বকে আরও সুদৃঢ় করে তোলে। 4310456#