হিজাবধারী নারীদের কেনো চাকরি দেয়া হয় না সে বিষয়ে আলোকপাত করেছে ব্রিটেনের হাউজ অব কমন্সের প্রতিবেদন। এতে বলা হয়েছে, হিজাবধারীদের চাকরি উপযোগী দৃঢ়তার অভাব এবং দুর্বল চিত্তের বলে ধারণা করা হয়।
'ওমেন এন্ড ইকুয়ালিটি কমিটি' হাউস অফ কমন্স তাদের প্রতিবেদনে আরও বলেছে: কিছু মুসলিম নারী উপযুক্ত চাকরির জন্য নিজেদের হিজাব খুলতে বাধ্য হচ্ছে। তাদের জীবিকার তাগিদে তারা নিজেদের হিজাব বিসর্জন দিতে বাধ্য হচ্ছে।
নিয়োগকর্তারা অবৈধভাবে মুসলিম নারীদের নিকট বিভিন্ন যুক্তিহীন প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে। প্রশ্নসমূহের মধ্যে -তারা বিবাহিত না অবিবাহিত, সন্তানদের সংখ্যা, ভবিষ্যতে সন্তান গ্রহণ করতে চাই কিনা –সহ অন্যান্য অসঙ্গতিপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করে।
প্রতিবেদনে ব্রিটেনের মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিরাজমান
উচ্চ মাত্রার বেকারত্ব সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায়, ব্রিটেনে অমুসলিমদের তুলনায় মুসলমানদের বেকারত্বের হার প্রায় দ্বিগুণেরও অধিক।#