IQNA

বলদর্পী শক্তিগুলোকে ভর্ৎসনা করলেন আয়াতুল্লাহ খাতামি

18:10 - August 19, 2016
সংবাদ: 2601417
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমা নামাযের খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি সন্ত্রাসী গোষ্ঠী মুজাহেদিনে খাল্‌ক বা এমকেও-কে পুনরুজ্জীবিত করার চেষ্টার জন্য বিশ্বের বলদর্পী শক্গিুলোকে ভর্ৎসনা করেছেন।
বলদর্পী শক্তিগুলোকে ভর্ৎসনা করলেন আয়াতুল্লাহ খাতামি
পার্সটুডের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: তিনি বলেন, ইরানের নাগরিকদের বিষয়ে এমকেও’র রয়েছে নিকৃষ্টতম রেকর্ড এবং তারা ইরানের নিরপরাধ জনগণের বিরুদ্ধে ১৭ হাজার গুপ্তহত্যা চালিয়েছে। আয়াতুল্লাহ খাতামি বলেন, এখন আপনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের যে বর্বরতার কথা শুনছেন, ১৯৮১-৮২ সালে ইরানের ভেতরে এমকেও সেই বর্বরতা চালিয়েছে।  

জুমার খোতবায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার সন্ত্রাসবাদ-বিরোধী স্লোগান দিচ্ছে কিন্তু তাদের অনেকেই আবার সন্ত্রাসী গোষ্ঠী এমকেও-কে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে; এমকেও-কে সমর্থন দিচ্ছে।

এমকেও সন্ত্রাসী গোষ্ঠী ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালানোর জন্য সৌদি আরব থেকে বিপুল পরিমাণে অর্থ পাচ্ছে। সম্প্রতি এ গোষ্ঠী ফ্রান্সে বার্ষিক সম্মেলন করেছে এবং সেখানে সৌদি আরবসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিতি ছিলেন।#

iqna
captcha