IQNA

সর্বোচ্চ নেতা;

ইরান একমাত্র আল্লাহর উপর ভরসা করে এবং কোন বিদেশি শক্তিকে পরোয়া করে না

0:20 - November 24, 2016
সংবাদ: 2602017
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, তার দেশ সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে এগিয়ে যাবে এবং ইরান কোন তাগুতি ও কুফরি শক্তিকে মোটেও তোয়াক্কা করে না।
ইরান একমাত্র আল্লাহর উপর ভরসা করে এবং কোন বিদেশি শক্তিকে পরোয়া করে না

বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী গতকাল (২৩শে নভেম্বর) সকালে রাজধানী তেহরানে ইরানের স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যাপক উন্নতি ও অগ্রগতির বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিরক্ষা যুদ্ধ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে স্কুল, মাদ্রাসা ও মসজিদ নির্মাণে বাসিজ অগ্রণী ভূমিকা রেখেছে।

তিনি ইরানের উপর আমেরিকার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারী উচ্চারণ করে বলেন: আমেরিকা যদি তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়ন করে তবে ইরান তার জবাব নিশ্চিত দেবে।

চলতি ২০১৬ সালে ইরান স্যাংশন অ্যাক্টনামে এ নিষেধাজ্ঞা বিলের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ কয়েকদিন আগে এ বিল বা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য ভোট দিয়েছে। অবশ্য, ওই বিলটি কার্যকর করতে গেলে সিনেট ও প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন প্রয়োজন হবে। ওবামা বলেছেন, তিনি বিলে সই করবেন না।

নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে সর্বোচ্চ নেতা বলেন, "আমেরিকার বর্তমান সরকার এ পর্যন্ত বেশ কয়েক দফায় পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। সর্বশেষ নিষেধাজ্ঞার মেয়াদ আরো ১০ বছর বাড়ানোর জন্য মার্কিন কংগ্রেসে বিল পাস হয়েছে। কিন্তু এ বিল যদি কার্যকর করা হয় তাহলে তা অবশ্যই পরমাণু সমঝোতার লঙ্ঘন হবে এবং তাদের জানা উচিত- ইরানও নিশ্চিতভাবে তার জবাব দেবে।

উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, জাতিসংঘে অনুমোদন হওয়া পরমাণু সমঝোতা বাতিল করা কঠিন কাজ। তবে তিনি নির্বাচনী প্রচারণার সময় এ চুক্তি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন, "আমেরিকা যদি এ চুক্তি ছিঁড়ে ফেলে তাহলে আমরা তাতে আগুন ধরিয়ে দেব।

iqna


captcha