IQNA

কানাডায় ইসলাম প্রচারের জন্য কুরআনের বিলবোর্ড স্থাপন

17:14 - November 30, 2016
সংবাদ: 2602057
আন্তর্জাতিক বিভাগ: একটি ইসলামী গ্রুপ কানাডার রাস্তায় ইসলাম প্রচারের জন্য কুরআনের আয়াত লিখিত বিলবোর্ড স্থাপন করেছে এবং মুসলমানদেরকে পরস্পরের বাড়িতে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উত্তর আমেরিকার ইসলামী মহিলা সংগঠনের সদস্যরা কানাডার বিভিন্ন রাস্তায় কুরআনের বিলবোর্ড স্থাপন করেছেন এবং মানুষকে ইসলামে বানী সম্পর্কে পরিচিত করছেন।
এই বিলবোর্ডে যে আয়াতটির অনুবাদ ইংরেজিতে লেখা আছে তার অর্থ হচ্ছে কেউ যদি একজনের জীবন রক্ষা করে তাহলে সে গোটা মানবজাতির জীবন রক্ষা করল। আর কেউ যদি অন্যায়ভাবে একজনকে হত্যা করে তাহলে সে গোটা মানবজাতিকে হত্যা করল।
যাদের ইসলাম সম্পর্কে জানার আগ্রহ এবং প্রশ্ন রয়েছে এই গ্রুপ তাদেরকে উৎসাহিত করে এবং তাদেরকে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানায়।
ইসলাম বিদ্বেষীরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে লিফলেট বিলি করার পর মুসলমানরা ইসলামের সঠিক পরিচয় তুলে ধরার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছেন।
এই মহিলা সংগঠন আশাবাদী যে এই সকল বিলবোর্ড দেখার পর অমুসলিম প্রতিবেশীরা তাদরে প্রতিবেশীদের বাড়িতে যাবেন এবং তাদের সাথে ভাব বিনিময় করবেন।
আফশান ফাতিমা নামের এই সংস্থার এক সদস্য বলেন: আমরা ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারনা দূর করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছি আশাকরি তা ফলপ্রসূ হবে।
iqna


captcha