আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুহাম্মাদ (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি ১,২৩১ জন কয়েদিকে মুক্ত বা তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড লঘু করেছেন।
বার্তা সংস্থা ইকনা: ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদিক আমোলি লারিজানির পাঠানো তালিকা অনুসারে সর্বোচ্চ নেতা আজ শুক্রবার এসব অপরাধীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন।
ইরানের স্থানীয় আদালত, ইসলামি বিপ্লবী আদালত, দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত ১,২৩১ অপরাধীর প্রতি ক্ষমার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ি।
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা) এবং তাঁর পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হযরত জাফর সাদিক (আ)'র পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা এসব অপরাধীকে ক্ষমার ঘোষণা দেন।
Iqna