IQNA

ইমাম মাহদীর আবির্ভাবের মাধ্যমে মানুষের সকল আশা পূর্ণ হবে

1:26 - April 01, 2017
সংবাদ: 2602824
লাইলাতুর রাগায়েবের মহান রাতে মানুষ যে কোন দোয়া চাইতে পারে। অসুস্থদের সুস্থতা কামনা, গরিবদের সচ্ছলতা কামনা, বন্দিদের মুক্তি কামনা, মুজাহিদদের বিজয় কামনা, বিবাহ যোগ্য ছেলে মেয়েদের বিবাহের জন্য দোয়া ইত্যাদি। তবে সব থেকে বড় দোয়া হচ্ছে ইমাম মাহদীর আবির্ভাবের জন্য দোয়া।

বার্তা সংস্থা ইকনা: মহানবী(সা.) বলেছেন, রজব হচ্ছে, আল্লাহর মাস, শাবান হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। সুতরাং যারা রজব মাসে বেশী করে দোয়া ও তওবা করবে আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দিবেন।

রেওয়ায়তসমূহের ভিত্তিতে ইমাম মাহদীর (আ.) হুকুমত সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত হবে। যার ফলে এমন কোন জনপদ থাকবে না যেখানে মহান আল্লাহর একত্ব এবং মহানবীর (সা.) রিসালাতের সাক্ষ্য দেয়া হবে না। আর পৃথিবীর বুকে এমন কোন বিধ্বস্ত অঞ্চলও বিদ্যমান থাকবে না যার পুনর্গঠন ও আবাদ করা হবে না।

সুতরাং আমাদেরকে এই পবিত্র রমজান মাসের ওসিলায় ইমাম মাহদীর(আ.) আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য বেশী করে খালেসভাবে দোয়া করতে হবে। কেননা আমাদের মুক্তি ও কল্যাণ তার আবির্ভাবের মধ্যেই নিহিত রয়েছে।

ইমাম মাহদী (আ.) নিজেই বলেছেন: اکثر الدعاء بتعجيل الفرج فان ذالک فرجکم

আমার আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য বেশী বেশী দোয়া কর। কেননা তার মধ্যেই তোমাদের মুক্তি ও সৌভাগ্য নিহিত রয়েছে। (কামালুদ্ দীন খণ্ড- ২, বাব ৪৫, হা: ৪ পৃ ২৩৯)৷ সূত্র: shabestan
captcha