IQNA

ইমাম কাজিমের দৃষ্টিতে ইমাম মাহদীর বিপ্লবের শর্ত

23:55 - April 24, 2017
সংবাদ: 2602951
একটি হাদিসে ইমাম মুসা কাজিম(আ.) বলেছেন, ইমাম মাহদীর আবির্ভাবের কিছু শর্ত রয়েছে, যদি শর্তগুলো বিদ্যমান থাকত তাহলে তিনি আবির্ভূত হতেন।
ইমাম কাজিমের দৃষ্টিতে ইমাম মাহদীর বিপ্লবের শর্ত

বার্তা সংস্থা ইকনা: ইমাম কাজিম (আ.) বলেছেন, যদি বদরের যুদ্ধের সৈন্যদের সমপরিশান ইমাম মাহদীর সৈন্য প্রস্তুত থাকত তাহলে আমাদের কায়েম কিয়াম তথা বিপ্লব করতেন।

«لَو كانَ فيكُم عِدَّةُ أهلِ بَدرٍ لَقامَ قائِمُنا.»

সূত্র: মিজানুল হিকমা ১ম খণ্ড, পৃ: ৩৯৮।

ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের প্রতীক্ষাকারীদের জীবনের উত্তম দিকগুলো হচ্ছে তারা প্রত্যহ ইমামের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং সেই প্রতিজ্ঞার প্রতি নিজেদের দৃঢ়তাকে প্রমাণ করে। দোয়ায়ে আহাদে বর্ণিত হয়েছে:

اَللّـهُمَّ اِنّي اُجَدِّدُ لَهُ في صَبيحَةِ يَوْمي هذا وَ ما عِشْتُ مِنْ اَيّامي عَهْداً وَ عَقْداً وَ بَيْعَةً لَهُ في عُنُقي ، لا اَحُولُ عَنْها وَ لا اَزُولُ اَبَداً اَللّـهُمَّ اجْعَلْني مِنْ اَنْصارِهِ وَ اَعْوانِهِ وَ الذّابّينَ عَنْهُ وَ الْمُسارِعينَ اِلَيْهِ في قَضاءِ حَوائِجِهِ ، وَ الْمُمْتَثِلينَ لاِوامِرِهِ وَ الْمحامينَ عَنْهُ ، وَ السّابِقينَ اِلى اِرادَتِهِ وَ الْمُسْتَشْهَدينَ بَيْنَ يَدَيْهِ .

হে আল্লাহ আমি এই প্রভাতে এবং আমার সারা জীবনে ইমামের প্রতি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তা পুনরায় স্বীকার করছি। আমি কখনোই যেন এই প্রতিজ্ঞা থেকে দূরে সরে না যাই এবং তার প্রতি অটল থাকতে পারি। হে আল্লাহ আমাকে তার সাহায্যকারী ,সহযোগী ,সাথী এবং তার চাহিদা মেটানোর জন্য দ্রুত তার দিকে ধাবমানকারীদের অন্তুর্ভূক্ত করুন। আমি যেন তার নির্দেশ পালন করি। আমি যেন তাকে সাহায্য করি এবং তার আদেশ পালনকারীদের শীর্ষে থাকি। আমাকে তার দলে শহীদ হওয়ার তৌফিক দান করুন।

যদি কেউ সর্বদা এই প্রতিজ্ঞা পড়তে থাকে এবং আন্তরিকভাবে তার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকে তাহলে কখনোই অলসতা করবে না। নিজ ইমামের উদ্দেশ্য বাস্তবায়নে এবং তার আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুত করার জন্য বিন্দুমাত্র অবহেলা করবে না। এ ধরণের ব্যক্তিরাই কেবলমাত্র মহান ইমামের সাহায্যে এগিয়ে আসতে পারবে।
ট্যাগ্সসমূহ: ইকনা ، ইমাম ، কাজিম ، মাহদী
captcha