IQNA

ওয়েলসের মসজিদে অমুসলিমদের জন্য ইফতারের আয়োজন + ছবি

0:46 - May 31, 2017
সংবাদ: 2603181
আন্তর্জাতিক ডেস্ক: অমুসলিমদের ইসলাম ধর্ম সম্পর্কে অধিক ধারণা দেয়ার জন্য ওয়েলসের রাজধানী কার্ডিফের "দারুল আসরা" মসজিদে অমুসলিমদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।
ওয়েলসের মসজিদে অমুসলিমদের জন্য ইফতারের আয়োজন + ছবি
বার্তা সংস্থা ইকনা: 'দারুল আসরা' মসজিদের কর্মকর্তা 'মুহাম্মাদ আল-মাঘির' বলেন: সম্প্রতি ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার ফলে ২২ জন নিহত হয়েছে। আর এজন্য মুসলমানদের সম্পর্কে অমুসলিমদের অধিক তথ্য অর্জন করা দরকার।
তিনি বলেন: ৬ বছর বছর যাবত এই মসজিদে অমুসলিমদের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। তবে এ বছরে ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার পর এর গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।
মুহাম্মাদ আরও বলেন: পবিত্র কুরআন মুসলমানদের শিক্ষা দেয় যে, কেউ যদি এক ব্যক্তির জীবন রক্ষা করে, তাহলে সেটা এমন হবে যে, গোটা মানুষ জাতিকে রক্ষা করেছে এবং কেউ যদি এক ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেটা এমন হবে যে, গোটা মানব জাতিকে হত্যা করেছে।
ওয়েলস বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের নার্স এবং এই অনুষ্ঠানের সমন্বয়কারী কর্মকর্তা 'সারা এইওয়ানাজ' বলেন: সোমবার (২৯শে মে) শান্তিপূর্ণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ১৫০ জন অমুসলিম মসজিদে এসেছেন। এধরণের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ সমাজ গঠন করা।
iqna


captcha