IQNA

হজে এসে পুত্রের মৃত্যু শোক ভুলেছেন ফিলিস্তিনি বাবা

18:44 - September 05, 2017
সংবাদ: 2603761
আন্তর্জাতিক ডেস্ক: হজ পালন করতে এসে বাদশা সালমানকে ধন্যবাদ জানিয়েছেন ফিলিস্তিনের বাসিন্দা হুসাইন রায়ান। সেসময় ৬৮ বছর বয়সি রায়ান, আরব নিউজকে সাক্ষাতকার দেওয়ার সময় পুত্রশোকে কান্নায় ফেটে পড়েন ।
হজে এসে পুত্রের মৃত্যু শোক ভুলেছেন ফিলিস্তিনি বাবা
বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের প্রেস ফটোগ্রাফি করতেন হুসাইন রায়ানের বড় ছেলে রামি ফাথি। শখের বশেই এই পেশায় নাম লিখিয়েছিলেন ফাথি। ৩ বছর আগে মাত্র ২৬ বছর বয়সে গাজায় কাজ করতে গিয়ে ইসরায়েলি সৈন্যদের হাতে মারা পড়ে সে।

রায়ান বলেন,‘ রামি আমার প্রথম সন্তান। ১৪ বছর সাধন-মানত করে রামিকে পেয়েছিলাম। আমরা খুবই খুশি ছিলাম। কিন্তু ইসরায়েলির সৈন্য সেই সুখ কেড়ে নিলো।’

ছেলে হারানোর পর থেকেই হজে আসার জন্য চেষ্টা করছিলেন রায়ান। কিন্তু হজে আসার খরচ আর সংসার কোনটাই কুলিয়ে উঠতে পারছিলেন না তিনি। এরপর স্বয়ং বাদশা সালমান তাকে হজ করার জন্য সাহায্য করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রায়ান। বাদশা সালমানের হজ প্রকল্পের জন্যই এবারের হজে স্থান পেয়েছেন রায়ান। বাদশা সালমান ও মৃত পুত্রের নামে নিজের হজ উৎসর্গ করেছেন বলে জানান তিনি। আরব নিউজ/ আমাদের সময়
ট্যাগ্সসমূহ: ফিলিস্তিন ، হজ ، ইকনা ، মৃত
captcha