আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, দক্ষিণ বৈরুতে অনুষ্ঠিত ইমাম হুসাইনের আজাদারির অনুষ্ঠানে বক্তৃতায় বলেন, আমেরিকা ও ইসরাইল হচ্ছে মানবতার শত্রু তারা সারা বিশ্বে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইহুদিবাদী ও অবৈধ ইহুদি অভিবাসীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, মার্কিন ও ইহুদিবাদী নেতারা যদি লেবাননের ওপর বা আশপাশের অন্য কোনো দেশের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে ফিলিস্তিন থেকে পালানোর যথেষ্ট সময় তারা পাবে না কিংবা তারা ফিলিস্তিনে নিরাপদ কোনো আশ্রয়ও পাবে না।
হিজবুল্লাহর মহাসচিব আরও বলেছেন, নির্বোধ ইসরাইলি নেতারা স্পষ্টভাবে জানে না যে আগামীতে সম্ভাব্য যে কোনো যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে কোন ধরনের সামরিক সক্ষমতাগুলো ব্যবহার করা হবে।
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সহায়তায় লেবানন, সিরিয়া ও গাজার ওপর যুদ্ধ চাপানোর ষড়যন্ত্র করছে বলে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জানান।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন নতুন যুদ্ধ হলে ইহুদিবাদী বসতি-স্থাপনকারীদের চড়া মূল্য দিতে হবে এবং ইসরাইলের মৃত্যু ঘটবে।
ইহুদিবাদী ইসরাইল পশ্চিম তীরের নানা অঞ্চলে ইহুদি বসতির বিস্তার করে যাচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।
হিজবুল্লাহর মহাসচিব আরও বলেছেন, আমেরিকা সারা বিশ্বকে ভেঙ্গে টুকরো টুকরো করতে চায়। আর সে জন্যই তারা ইরাকের কুর্দিস্তানকে বিভক্ত করতে চাচ্ছে। তবে এটা সবার মনে রাখা উচিত আমেরিকা কখনোও কারও বন্ধুও হয় না এবং উপকারও করে না। তারা বিশ্বের অসহায় মানুষদের রক্ত চুষে খাচ্ছে।
iqna