IQNA

প্রতিরক্ষা শক্তির বিষয়ে শত্রুর সঙ্গে কোনো আলোচনা নয়: সর্বোচ্চ নেতা

16:41 - October 25, 2017
সংবাদ: 2604158
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে শত্রুদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হবে না। প্রতিরক্ষা সরঞ্জামের পাশাপাশি অন্য যা কিছু ইরানের জাতীয় শক্তি বৃদ্ধির জন্য সহায়ক ভূমিকা পালন করে সেসব বিষয় নিয়ে ইরান শত্রুদের সঙ্গে কোনো ধরনের দর কষাকষি বা লেনদেনে যাবে না।
প্রতিরক্ষা শক্তির বিষয়ে শত্রুর সঙ্গে কোনো আলোচনা নয়: সর্বোচ্চ নেতা
বার্তা সংস্থা ইকনা: আজ (বুধবার) ইমাম আলী (আ.) সামরিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেছেন, শত্রুরা ইরানের জাতীয় শক্তির উপাদানগুলোকে নিজেদের বিরক্তির কারণ বলে মনে করছে এবং সেগুলোকে মোকাবিলা করছে। একইসঙ্গে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে এবং বিভিন্ন জাতির মধ্যে ইসলামি ইরানের অবস্থান ও শক্তি বৃদ্ধির বিরোধিতা করছে। তিনি আরও বলেন, শত্রুদের এ ধরনের তৎপরতা মোকাবিলার উপায় হলো জাতীয় শক্তির উপাদানগুলোর ওপর নির্ভর করা এবং সুদৃঢ় থাকা।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আরও বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করাই হলো সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর নিরাপত্তা হচ্ছে জ্ঞান-বিজ্ঞান, শিল্প ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের পূর্ব শর্ত।

তিনি বলেন, ইরানের বর্তমান শান্তি, নিরাপত্তা ও সম্মান-মর্যাদা অর্জিত হয়েছে ইসলামি বিপ্লবের কারণে এবং এই অর্জন ও সাফল্যের গুরুত্ব সবাইকে বিশেষকরে তরুণদেরকে উপলব্ধি করতে হবে।

সর্বোচ্চ নেতা বলেন, উজ্জ্বল ইতিহাস-ঐতিহ্য এবং অগণিত মেধা ও প্রতিভার অধিকারী হওয়ার পরও এক সময় প্রিয় ইরান মার্কিনি, ইহুুদিবাদী ও ব্রিটিশ উপদেষ্টাদের মাধ্যমে পদদলিত হচ্ছিল এবং দুর্বল, ঘৃণ্য ও ক্রীড়নক শাসকদের মাধ্যমে অপমানিত হচ্ছিল। কিন্তু ইসলাম সেই ইরানকে মুক্তি দিয়েছে এবং ইসলামি প্রজাতন্ত্রী ব্যবস্থা সেই ইরানকে প্রিয় ও শক্তিধর করে তুলেছে।
iqna
captcha