IQNA

আমরা যেন সর্বদা আহলে বাইতের পথে অটল থাকি

16:08 - February 08, 2018
সংবাদ: 2604996
আমরা যেন কোনভাবেই আহলে বাইতের পথ থেকে সরে না আসি এমনকি তা যদি তাকাইয়্যার মাধ্যমেও হয়ে থাকে। মু’মিনদের কাছ থেকে ঈমান কেড়ে নেয়া তাদেরকে হত্যা করার থেকেও বেশী ভয়ানক।

আমরা যেন সর্বদা আহলে বাইতের পথে অটল থাকি



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হাদিসে বর্ণিত হয়েছে, ঈমানদারদের উপর এমন এমন সব ফেতনা আসবে যা রাতের কালো আধারের থেকেও বেশী অন্ধকারাচ্ছন্ন।

আয়াতুল্লাহ বাহজাত বলেছেন, ইমাম মাহদীর আবির্ভাবের বিভিন্ন আলামত বর্ণিত হয়েছে তা আবার দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে অবশ্যম্ভব আর একটি হচ্ছে অবশ্যম্ভব নয়। তবে যদি বলা হয় যে, কালকেই আবির্ভাব ঘটবে সেটাও হতে পারে। কিন্তু তা কারও জানা নেই। কেননা আল্লাহ চাইলে এক দিনেই সব কিছু ঠিক করে ফেলতে পারেন এবং ইমাম মাহদীর আবির্ভাব ঘটতে পারে।

তবে হ্যাঁ হাদিসে বলা হয়েছে সুফিয়ানি ৮ মাস ধরে যাদের নাম হাসান, হুসাইন, আলী তাদেরকে হত্যা করবে। তখণ তারা বলতে থাকবে আমার বাবারা ভুল করেছে আমাদের নাম এমন রেখেছে তাতে আমাদের কি দোষ। তাহলে এই অবস্থা সহ্য করার জন্য কি আপনারা প্রস্তুত আছেন?

হাদিসের ভাষায় کقِطَعِ اللیلِ الْمُظْلِمِ؛ রাতের অন্ধকারের মত ফেতনা মানুষের উপর আসতে থাকবে। তখন যেন মানুষ তাকিয়ার মাধ্যমে হলেও তাদের ঈমানকে নষ্ট না করে। কেননা আহলে বাইতের মহব্বত একটি অতি বড় নেয়ামত। শাবিস্তান

captcha