বার্তা সংস্থা ইকনা: "এশিয়ায় ধর্মীয় চরমপন্থি" শীর্ষক সেমিনারে মালয় এবং সিঙ্গাপুরের চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন। এশিয়া গবেষণা ইন্সটিটিউট (ASIAWE) এবং মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব স্টাডি স্টাডিজ (ikhmas) সহযোগিতায় এই শীর্ষক সেমিনার সেদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে মুসলিম চরমপন্থার কারণ সম্পর্কে আলোচনা করেন সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আলআতাস। এছাড়াও মালয়েশিয়ার চিন্তাবিদ চন্দ্র মোজাফফর "ধর্মীয় উদ্বেগ এবং ধর্মীয় চরমপন্থা" এবং মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ওয়ার্ল্ড স্টাডিজের সেন্টারের অধ্যাপক সুফিয়ান এশিয়ায় চরমপন্থিদের মূল ভিত্তি ও কারণ সম্পর্কে আলোচনা করেন।
iqna