IQNA

ওমানে কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের সম্মাননা প্রদর্শন

23:53 - July 06, 2018
সংবাদ: 2606149
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের 'বাতেনা জুনুবী' প্রদেশের 'সাওয়াদী আল-হেকমান' শহরে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

জাপানে ধর্মীয় নেতাসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর

বার্তা সংস্থা ইকনা: গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যমে "মরহুম সালেম বিন খালিফ ফাজিল" শিরোনামে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ ২৫ জন ছেলে ও মেয়েদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।

এছাড়াও কুরআন হেফজ ও তিলাওয়াতের প্রতি উৎসাহ প্রদান করার জন্য সকল অংশগ্রহণকারীদেরকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

এই প্রতিযোগিতা ৪ ও ৫ জুলাই 'সাওয়াদী আল-হেকমান' শহরের "ওমর ইবনে আল-কাসেম আল-ফাজিলী" মসজিদে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় স্তরে অনুষ্ঠিত হয়েছে প্রথম স্তরে ৬ থেকে ৮ বছরের শিশু এবং দ্বিতীয় স্তরে ৯ থেকে ১০ বছরের শিশুরা অংশগ্রহণ করেছে।

মরহুম সালেম বিন খালিফ ফাজিল" হিফজুল কুরআন প্রতিযোগিতা মোট দুইটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। প্রথম বিভাগ ২৯ ও ৩০ পারা হেফজ এবং দ্বিতীয় বিভাগ হচ্ছে ৩০ পারা হেফজ।

প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে কুরআন প্রজন্মের প্রশিক্ষণ, কুরআন হেফজ ও তিলাওয়াতের প্রতি শিশু ও যুবকদের উৎসাহিত করা। এই প্রতিযোগিতার আগামী পর্ব ৬ থেকে ১২ বছরের শিশুদের জন্য তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হচ্ছে ১ পারা, ২ পারা এবং ৩ পারা হেফজ।

iqna

 

captcha