IQNA

নেইনাওয়ায় দায়েশের স্পনসর গ্রেফতার

18:11 - December 03, 2018
সংবাদ: 2607428
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি নিরাপত্তা মিডিয়া সেন্টার ঘোষণা করেছে, ইরাকের নেইনাওয়া প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের স্পনসরদের গ্রেফতার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকি নিরাপত্তা মিডিয়া সেন্টার এক বিবৃতিতে ঘোষণা করেছে, আল-রাবিয় পুলিশ কেন্দ্রের সহযোগিতায় নেইনাওয়া প্রদেশের যুদ্ধাপরাধ বিভাগ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বেশ কয়েক জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছ।
সন্ত্রাসীদের এই দলটি দায়েশের নিহত হওয়া সদস্যদের পরিবারদের সাহায্য করার জন্য দায়িত্বরত ছিল।
এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছ, এই দলের সম্পর্কে সংগৃহীত তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পর, দলের সকল সদস্যদের গ্রেফতার করা হয়েছে। ৫ জন সদস্যের এই দলটির কাজ হচ্ছে, দায়েশের নিহত সদস্যদের পরিবারের জন্য অর্থ সংগ্রহ এবং প্রদান করা।
iqna

 

captcha