IQNA

হিজবুল্লাহর মহাসচিব:

কমান্ডার সোলাইমানির হত্যা প্রতিশোধ নেয়া প্রতিরোধ যোদ্ধাদের দায়িত্ব

0:04 - January 04, 2020
সংবাদ: 2609967
আন্তর্জাতিক ডেস্ক: কুদস বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাত বরণ করেছেন। তার শাহাদাত বরণ উপলক্ষে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা, ইরানী কর্মকর্তা, বিপ্লবী গার্ডস ও ইরানী জনগণকে অভিনন্দন ও সমবেদনা জানিয়ে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব বলেছেন: “ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব প্রতিরোধ যোদ্ধাদের”

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গতকাল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের হাশদ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটস সংক্ষেপে পিএমইউ'র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিসের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেছেন: শাহাদাত তার অস্তিত্বকে প্রফুল্লিত করেছে। আমি এই মহান শাহাদাত, -যার শেষ পরিণতি হচ্ছে ইমাম হুসাইন (আ.) ও হযরত যায়নাব (সা. আ.)এর সান্নিধ্য পাওয়া – ঈর্ষাবোধ করি।

তিনি বলেন: আমরা তার পথকে পরিপূর্ণ করবো ও তার লক্ষ্য অর্জনের জন্য দিনরাত পরিশ্রম করবো এবং সমস্ত স্কোয়ার এবং ফ্রন্টে তার পতাকা উত্তোলন করবো।

এই হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের উপর ইঙ্গিত করে হিজবুল্লাহর মহাসচিব বলেন: বিশ্বের সবচেয়ে খারাপ এই অপরাধের প্রতিশোধ নেওয়ার দায়িত্ব প্রতিরোধ যোদ্ধাদের।

সাইয়্যদে হাসান নাসরুল্লাহ আমেরিকার প্রতি ইঙ্গিত দিয়ে বলেন: আমেরিকান খুনিরা এই মর্মান্তিক অপরাধ করে তাদের কোনও লক্ষ্য অর্জন করতে পারবে না। তবে হজ কাসেমের লক্ষ্যগুলি তার মহান আত্মা, রক্ত এবং তার শক্তিশালী ভাই ও সন্তানদের কারণে পূর্ণ হবে।

সাইয়্যদে হাসান নাসরুল্লাহ তার বক্তৃতার শেষে আইআরজিসি'র কুদস বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিসের মর্যাদা বৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেছেন।  iqna

 

 

captcha