IQNA

জেনারেল সোলাইমানির হত্যার বিষয়ে ইরানের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত ইসরাইল

0:01 - January 04, 2020
সংবাদ: 2609966
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার নিহত হওয়ার ঘটনায় লেবাননের হিজবুল্লাহ আন্দোলন প্রতিশোধের ডাক দিলে গ্রিস সফর কাটছাঁট করে দেশে ফিরেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: নেতানিয়াহু কার্যালয়ের এক সূত্র জানায়, প্রধানমন্ত্রী এথেন্স থেকে ফিরে আসছে। তবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

এক বিবৃতিতে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহ বলেন, বিশ্বজুড়ে সব প্রতিরোধ যোদ্ধাদের কাজ ও দায়িত্ব হচ্ছে এসব খুনি অপরাধীদের যথাযথ শাস্তি দেয়া।

ইসরাইল সেনাবাহিনীর রেডিও সেদেশের সেনাবাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলে ঘোষণা করেছে: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট পরিস্থিতি পর্যালোচনা করতে সেনাবাহিনী ও গোয়েন্দা কমান্ডারের সাথে বৈঠক করেছে।
নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছে: ইসরাইলের যেমন নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে, ঠিক তেমনই আমেরিকারও এই অধিকার রয়েছে।

নেতানিয়াহু উন্মাদনামূলক দাবী করে বলেছে: আমেরিকান বেসামরিক নাগরিক ও অরও অনেক নিরীহ মানুষের মৃত্যুর জন্য দায়ী হচ্ছেন কাসেম সোলাইমানি। তিনি আরও আক্রমণ করার পরিকল্পনা করছিলেন।

নেতানিয়াহু হোয়াইট হাউসে তার অংশীদারের অপরাধমূলক ক্রিয়াকলাপের প্রশংসা করে বলেছে: প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্রুত, কার্যকর এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য সম্মান পাওয়ার যোগ্!

অত্যাচারী ও যুদ্ধবাজ নেতানিয়াহু আরো বলেছে, ইসরাইল শান্তি, সুরক্ষা এবং আত্মরক্ষার লড়াইয়ে সর্বদা আমেরিকার পাশে থাকবে।

ইতিমধ্যে লেবানন ও সিরিয়ার সীমান্তের অধিকৃত গোলান মালভূমিতে একটি স্কি রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে ইসরাইল। অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছে, নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়নের পর মাউন্ট হারমোন বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয় ইসরাইল। আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি না দিলেও পরবর্তীতে ওই ভূখণ্ড নিজের সঙ্গে একীভূত করে নেয় ইহুদি দেশটি।  iqna

 

 

 

captcha