গতকাল (শনিবার) মার্কিন সরকার এবং আফগান তালেবান কাতারের রাজধানী দোহায় শান্তি চুক্তি সই করে। গত ১৮ মাসে অন্তত দশ দফা তালেবান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনার পর এই চুক্তি সই হলো। চুক্তিতে হাজার হাজার তালেবান বন্দীকে মুক্তি দেয়ার কথা বলা হয়েছে।
চুক্তিতে বলা হয়েছে, বন্দী এক হাজার আফগান সেনা মুক্তির বিনিময়ে আফগান সরকার পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেবে। কিন্তু আজ রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আশরাফ গণি বলেন, চুক্তিতে যেভাবে তালেবান বন্দীদের মুক্তি দেয়ার ব্যাপারে বলা হয়েছে আফগান সরকার ঠিক সেভাবে কোনো প্রতিশ্রুতি দেয় নি।
আশরাফ গণি বলেন, কাবুল সরকারের সঙ্গে সরাসরি আলোচনার জন্য তালেবান তাদের পাঁচ হাজার বন্দীকে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছে। কিন্তু সরাসরি আলোচনার ব্যাপারে বন্দি মুক্তির বিষয়টি পূর্বশর্ত হতে পারে না। iqna