IQNA

ত্রিশ বছর গান গাওয়ার পর কুরআনের ক্বারি হওয়া কামাল মুহাম্মাদের ইন্তেকাল

21:54 - December 07, 2020
সংবাদ: 2611927
তেহরান (ইকনা): ইরাকের বিশিষ্ট গায়ক কামাল মোহাম্মাদ টানা ত্রিশ বছর গান গাওয়ার পর কুরআনের ক্বারি হন। প্রসিদ্ধ এই শিল্পী সেদেশের অত্যাচারী শাসক সাদ্দামের জন্য গান গাইতে অস্বীকার করেছিলেন।

কামাল মুহাম্মদ ইরাকের একজন বিখ্যাত গায়ক যিনি ৩০ বছর গান গাওয়ার পরে কুরআন তিলাওয়াতে আকৃষ্ট হন এবং পরবর্তী জীবন কুরআন তিলাওয়াত করে অতিবাহিত করেন। ২য় ডিসেম্বর করোনারি হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে তিনি ইরাকের নাসিরিয়া শহরে ইন্তেকাল করেন।

কামাল মুহাম্মদ ১৯৪২ সালে ইরাকের নাসিরিয়া শহরে জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ সালে “মোয়াতাবাইন” গান দিয়ে তাঁর সংগীত জীবন শুরু করেন। শৈল্পিক কেরিয়ারের সময় তিনি ১৯৭৫ সালে তিনটি গানের অ্যালবাম প্রকাশ করেন। কামাল মুহাম্মাদ সিরিয়া ও মিশরসহ অন্যান্য আরব দেশে মিউজিক কনসার্টও করেছেন।

দীর্ঘদিন গান গাওয়ার পর তিনি সঙ্গীত জীবন ত্যাগ করার সিদ্ধান্ত নেন। সঙ্গীত জীবন ত্যাগ করার পর তিনি ইরাকের দিয়ালা প্রদেশে যান এবং সেখান থেকে ২০০৬ সালে নিজের জন্মস্থান নাসিরিয়ায় ফিরে যান।

সুললিত কণ্ঠের অধিকারী এই শিল্পীর পবিত্র কুরআনের সাথে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠার পর তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করেন এবং অসংখ্য কুরআন মাহফিলে তিনি কুরআন তিলাওয়াত করেন।

ইরাকের জ্বি-ক্বার প্রদেশের সঙ্গীত সংস্থার পরিচালক মাজিদ আল-সায়াদ মরহুম এই ক্বারির স্মৃতিচারণে বলেন: কামাল মুহাম্মাদ অত্যন্ত সুন্দর ও মিষ্টি কণ্ঠের অধিকারী ছিলেন। এ সত্ত্বেও তিনি অন্যান্য শিল্পীদের মতো তাঁর সঙ্গীত জীবনকে অব্যাহত দেননি। তিনি এমন এক গায়ক যিনি ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্য গান গাননি। তিনি সঙ্গীত জীবন ছেড়ে দিয়ে, পবিত্র কুরআনের একজন দক্ষ ক্বারি হয়েছেন। ইরাকের সরকার এবং শিল্পী ইউনিয়নকে হতাশ করে তিনি নীরবে ইহকাল ত্যাগ করেছেন। iqna

captcha