
পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:
اَللّـهُمَّ قَرِّبْنی فیهِ اِلى مَرْضاتِکَ، وَجَنِّبْنی فیهِ مِنْ سَخَطِکَ وَنَقِماتِکَ، وَوَفِّقْنی فیهِ لِقِرآءَةِ ایـاتِکَ بِرَحْمَتِکَ یا اَرْحَمَ الرّاحِمینَ .
উচ্চারণ : আল্লাহুম্মা ক্বাররিবনি- ফি-হি ইলা মারদা-তিক; ওয়া জাননিবনি- ফি-হি মিন সাখাত্বিকা ওয়া নাক্বিম্মা-তিক; ওয়া ওয়াফফিক্বনি- ফি-হি লিক্বিরাআতি ইয়্যা-তিকা বিরাহমাতিকা ইয়া আরহামার রা-হিমি-ন।
অর্থ: হে আল্লাহ! তোমার রহমতের উসিলায় আজ আমাকে তোমার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যাও। দূরে সরিয়ে দাও তোমার ক্রোধ আর গজব থেকে । আমাকে তৌফিক দাও তোমার পবিত্র কুরআনের আয়াত তেলাওয়াত করার । হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দ্বিতীয় রমজানের প্রত্যেক নামাজসহ ইবাদাত-বন্দেগিতে এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করে নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন।