IQNA

ইসরাইলি সেনার গুলিতে এক ফিলিস্তিনীর শাহাদাত

19:59 - May 29, 2021
সংবাদ: 2612873
তেহরান (ইকনা): ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করেছে, উত্তর পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন।

ফিলিস্তিন স্বায়ত্তশাসিত স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতি ঘোষণা করেছে, শুক্রবার সন্ধ্যায় ইসরাইলি বাহিনী জর্ডান নদীর উত্তর-পশ্চিমে নাবলাসের দক্ষিণে বিটা শহরের সাবিহ পর্বতে একটি শান্তিপূর্ণ মিছিল দমন করতে গুলি চালিয়েছে।
শান্তিপূর্ণ মিছিল দমনের সময় ইহুদিবাদী ইসরাইলী সেনারা বিটা শহরের ২৮ বছর বয়সী জাকারিয়া হামাইলের বুকে গুলি করেন এবং এরফলে তিনি শাহাদাত বরণ করেন। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে অপর দশজন ফিলিস্তিনি আহত হয়েছেন এবং টিয়ার গ্যাসে আরও কয়েক ডজন ফিলিস্তিনির দমবন্ধ হয়ে গিয়েছি।
জামাতের নামাজের পর ওই অঞ্চলে দখলদারদের বসতির নিন্দার জন্য কয়েক শতাধিক ফিলিস্তিনি সবিহ পর্বতে সমবেত হয়ে অগ্রসর হয়েছিল। এসময় ইহুদিবাদী ইসরাইলি সেনারা এই হামলা চালায়।
উল্লেখ্য যে, জায়নিস্টরা এর আগেও বহুবার সাবিহ পর্বতের চূড়ায় একটি মিনি টাউন গড়ে তোলার চেষ্টা করেছিল। কিন্তু প্রতিবারই বিটা, কাবলান ও ইয়াত্মা গ্রামগুলি বাসিন্দাদের বাধার সম্মুখীন হয়েছে। সম্প্রতি এই পর্বতকে পুরো নিয়ন্ত্রণ নিতে সেখানে ২০ টিরও বেশি মোবাইল হোম স্থাপন করেছে। iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha