বার্তা সংস্থা ইকনা: ‘আল হুদা’ সাংস্কৃতিক শিল্প ইনস্টিটিউটের কর্তৃপক্ষ যাহরা মুযারজী জানিয়েছেন: ‘আল হুদা’ সাংস্কৃতিক শিল্প ইনস্টিটিউটের পক্ষ থেকে ২ মাস ১৫ দিনের এ কোর্সের প্রথম ক্লাস ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন: এ কোর্সে উপস্থিত শিক্ষার্থীদেরকে মারেফাতে কুরআন, প্রাথমিক স্তরে কুরআন তেলাওয়াত, শুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াত এবং তাজবিদ প্রশিক্ষণ দেওয়া হবে।
যাহরা জানিয়েছেন: এ কোর্সে প্রতি বিভাগের ক্লাসের জন্য মালয়েশিয়ার অভিজ্ঞা শিক্ষকদের নিমন্ত্রণ জানানো হয়েছে। প্রতি সপ্তাহে শুক্রবারে স্থানীয় সময় ১৮টা থেকে ২২:৩০ এবং প্রতি শনিবার ১৭টা থেকে ১৯টা এবং প্রতি সপ্তাহে বুধবারে ১৬টা থেকে ১৮টা পর্যন্ত এ ক্লাস অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্স ১০ সপ্তাহ ব্যাপী অব্যাহত থাকবে।
এছাড়াও ক্লাসে অংশগ্রহণকারীদের জন্য ‘আল হুদা’ সাংস্কৃতিক শিল্প ইনস্টিটিউটের নববর্ষ উপলক্ষে ইরানী কালচারাল কাউন্সিলারের সহযোগিতায় পারিবারিক পিকনিকের ব্যবস্থা করবে।
2914380