IQNA

ইয়েমেনের সা’দা প্রদেশের মসজিদে সৌদির হামলা

23:36 - May 09, 2015
সংবাদ: 3277839
আন্তর্জাতিক বিভাগ: ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে ইমাম হাদী (আ.) নামক ঐতিহাসিক মসজিদে বোমা হামলা চালিয়েছে সৌদি আরব।

বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনে সৌদি আরবের হামলা অব্যাহত রেখে উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশের ঐতিহাসিক মসজিদ ইমাম হাদী (আ.)এ বোমা হামলা চালিয়েছে।
এছাড়াও ‘বাবুল ইয়ামান’ নামক অঞ্চলে নৃশংস হামলা চালিয়েছে সৌদি যোদ্ধারা।
অপর দিক থেকে সৌদি বর্ডার গার্ড বাহিনী সা’দা প্রদেশের আল বাকা’য় নামক অঞ্চলকে লক্ষ্য করে ১৬০টি মিসাইল নিক্ষেপ করে।
আজ (শনিবার) সকালে উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশের বিভিন্ন এলাকায় অন্তত ১৬ দফা বিমান হামলা চালিয়েছে। এর ফলে অন্তত ছয়টি বাড়ী ধ্বংস হয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী, আকাশ পথে সৌদির হামলা এখনও অব্যাহত রয়েছে।
আল মায়াদিন সংবাদ বার্তার রিপোর্টে উল্লেখ করেছে, সা’দা প্রদেশ অবরোধ করার ফলে বাইরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর এ জন্য সৌদির হামলার ফলে নিহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।
আল জুফ প্রদেশের ইয়াতমাহ নামক অঞ্চলে সৌদির হামলার ফলে ইয়েমেনী নাগরিকদের বেশ কয়েকটি গাড়ি বিধ্বস্ত হয়েছে এবং অনেকেই আহত ও নিহত হয়েছে।
এছাড়াও ইয়েমেনের অবিন প্রদেশের যানজার শহরে আকাশ পথে চার বার হামলা চালিয়েছে সৌদি যোদ্ধার।
3276783

captcha