বার্তা সংস্থা ইকনা: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের উপ পরিচালক সাঈদ বুমিদোহা বলেছেন, প্রকৃতপক্ষে মুরসিকে বহুদিন ধরে যোগাযোগবিচ্ছিন্ন করে রাখা হয় এবং বিচার বিভাগের দেখভাল ছাড়াই তার বিচার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তের সময় তিনি কোনো আইনজীবীর সহায়তা নিতে পারেন নি। সে কারণে এ বিচারকে নিতান্তই অভিনয় বা ভণিতা ছাড়া আর কিছু বলা যায় না। সাঈদ বুমিদোহা আরো বলেন, মুরসিকে দেয়া মৃত্যুদণ্ডের আদেশ মানবতার বিরুদ্ধে পরিষ্কার অবমাননা। তিনি দ্রুত মুরসিকে মুক্তি দিতে অথবা সত্যিকারের বিচার প্রক্রিয়া শুরু করতে মিশর সরকারের প্রতি আহ্বান জানান। শনিবার মিশরের একটি আদালত মুরসি ও তার ১০৫ জন সঙ্গীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। ২০১১ সালে সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের বিরুদ্ধে মিশরে গণ বিপ্লবের সময় মুরসি ও তার সমর্থকরা একটি কারাগার ভেঙেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। সে সময় তারা গণভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলেও অভিযোগ করা হয়। সূত্র: রেডিও তেহরান