IQNA

নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতী হামলা; ২৬ নিহত

23:03 - May 31, 2015
সংবাদ: 3309811
আন্তর্জাতিক বিভাগ: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাডুগুরী শহরে ৩০শে মে আসরের নামাজের সময় এক আত্মঘাতী বোমা হামলার ফলে ২৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার ব্রুর্নু প্রদেশের মাডুগুরী শহরের পুলিশ প্রধান জানিয়েছেন, ‘আল হজ্ব হারুণা’ মসজিদে ৩০শে মে আসরের নামাজের সময় এক ব্যক্তি আত্মঘাতী বোমা হামলা চালায়।
তিনি সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন এ আত্মঘাতী হামলার ফলে ২৬ জন নামাজী ব্যক্তি নিহত এবং ২৮ জন আহত হন।
এএফপি সঙ্গে এক সাক্ষাতকারে প্রত্যক্ষদর্শীরা বলেন: এ হামলার ফলে মসজিদের ছাদ নষ্ট হয়েছে এবং মসজিদের মেঝেতে বিছানো মাদুর আগুনে পুড়ে গিয়েছে।
এখনও পর্যন্ত কোন ব্যক্তি অথবা গোষ্ঠী এ হামলার দায়ভার গ্রহণ করেনি। তবে নাইজেরিয়ার সংবাদ মাধ্যমে এ হামলার জন্য বোকো হারামকে সন্দেহ করছে।
3309515

captcha