বার্তা সংস্থা ইকনা: হিন্দু মহাসভার প্রধান কমলেশ তেওয়ারি বলেন: “এ দেশে মুসলমানদের উপস্থিত আমরা সহ্য করব না। ভারতকে হিন্দুদের রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এ প্রচারাভিযান শুরু করেছে”।
তিনি বলেন: এ প্রচারাভিযান বারানসী শহরের মন্দির থেকে শুরু হয়েছে। আমরা প্রত্যেক হিন্দুকে একটি করে তলোয়ার দেব। যাতে করে তারা মুসলমানদের থেকে নিজেকে রক্ষা করতে পারে।
হিন্দুদের পবিত্রতম শহরের মধ্যে ভারতের উত্তরাঞ্চলীয় বারানসী শহর একটি।
গত বছর ভারতের নতুন সরকার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতের সংখ্যালঘু মুসলমানেরা পূর্বের তুলনায় আরও অধিক হুমকির সম্মুখীনে অবস্থান করছে।
এ প্রচারাভিযান গতকাল (৩য় আগস্ট) বারাণসী শহরের গুরুত্বপূর্ণ মন্দির ‘কাশি বিশ্বনাথ’ থেকে শুরু হয়েছে। কারণ শ্রাবণ মাসের প্রথম সোমবার অধিকাংশ হিন্দুরা মন্দিরে পূজা করতে যায়।
‘ইসলাম থেকে মুক্ত ভারত’ শিরোনামে এ প্রচারাভিযান নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকা বারাণসী থেকে শুরু হয়েছে। সংখ্যালঘু মুসলমানদের সাথে সেদেশের প্রধানমন্ত্রীর দলীয় লোকরা শত্রুতা শুরু করেছে। আর এ জন্য ভারতের মুসলমানদের জীবন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৩ বছর অতিক্রম হওয়ার পরও ‘আশা ও পুনর্নবীকরণ’ শ্লোগানের মাধ্যমে নির্বাচনে নেমেছেন। তবে নির্বাচনে আসার পূর্বেও তিনি মুসলমানদের ওপর অত্যাচার করতেন।
ভারতে মুসলমানেরা সংখ্যা লঘু হওয়া সত্ত্বেও বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে পরিগণিত। সেদেশে বর্তমানে ১৮ কোটির ঊর্ধ্বে মুসলিম অধিবাসী রয়েছে। এবং ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরের বৃহত্তম মুসলিম দেশ হিসেবে ভারতের অবস্থান।
ভারতের মোট জনসংখ্যা মধ্যে প্রায় ১৩ শতাংশ মুসলমান। দীর্ঘ দিন যাবত সেদেশের মুসলমানেরা বিভিন্ন বৈষম্যের স্বীকার হচ্ছে।
3338646