IQNA

কাবা ঘর ধ্বংস করা উচিত; আইএসআইএল

5:53 - August 26, 2015
সংবাদ: 3351580
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের এক সদস্য টুইটারে তার নিজস্ব পেজে কাবা ঘর ধ্বংস করার হুমকি দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের এক সদস্য এ পেজে লিখেছে, হাজিরা মহান আল্লাহর পরিবর্তে মক্কায় যেয়ে কাবা ঘরের ইবাদত করে! আর এজন্য এ সন্ত্রাসী কাবা ঘর ধ্বংস করার হুমকি দিয়েছে।
এ সন্ত্রাসী তার গর্হিত কাজের মধ্যমে জানিয়েছে, মক্কা বিজয়ের পর আবু বকর বাগদাদির (ইসলামী রাষ্ট্রের স্বঘোষিত খলিফা) নির্দেশে কাবা ঘরকে সম্পূর্ণ রূপে ধ্বংস করা হবে।
এ সন্ত্রাসীর গুপ্ত নাম ‘আবু তোরাব আল মুকাদ্দেস’। টুইটারে তার ব্যক্তিগত পৃষ্ঠায় দাবি করেছে: “জনগণ আল্লাহর ইবাদতের জন্য নয় বরং মক্কার পাথরের ইবাদতের জন্য সেখানে যায়। আল্লাহর শপথ মক্কা বিজয়ের পর যে কাবাকে সকলে ইবাদত করে সেটিকে ধ্বংস করে দেব”।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের এই সদস্য কাবা ঘর ধ্বংস করার জন্য যে হাস্যকর ও ভিত্তিহীন দলীল উত্থাপন করেছে সেটি হচ্ছে, জনগণ মহান আল্লাহর পরিবর্তে মক্কায় যেয়ে কাবা ঘরের ইবাদত করে! আর এ জন্য এ ঘরকে ধ্বংস করা উচিত!
আবু বকর আল বাগদাদি এর পূর্বে এক বিবৃতিতে জানিয়েছে সৌদি আরবে অনুপ্রবেশের পর তারা কাবা ঘরকে ধ্বংস করবে।
আল বাগদাদি দাবি করেছে, পরিশেষে আমাদের এই পথ প্রশস্ত হবে এবং কাবা ঘরকে ধ্বংস করব!    
3351440

captcha