IQNA

আমেরিকার সঙ্গে আলোচনা নিষিদ্ধ: সর্বোচ্চ নেতা

22:57 - October 07, 2015
সংবাদ: 3383024
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, নানামুখী অসুবিধার কথা চিন্তা করে আমেরিকার সঙ্গে আলোচনা নিষিদ্ধ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: রাজধানী তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার কমান্ডার ও স্টাফ মেম্বার এবং তাদের পরিবার পরিজনকে দেয়া সাক্ষাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যেসব ব্যক্তি আমেরিকার সঙ্গে আলোচনার কথা বলেন তাদের উদ্দেশে সর্বোচ্চ নেতা বলেন, “কেউ কেউ চিন্তা ভাবনা ছাড়াই  অথবা বাস্তবতা না বুঝে শুধু বিশ্বাসী হয়ে আমেরিকার সঙ্গে আলোচনার পক্ষে মত দিচ্ছেন; তবে দেশ কোনো সমস্যায় পড়বে না।” আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, আমেরিকার সঙ্গে আলোচনা হবে তাদেরকে অনুপ্রবেশের সুযোগ দেয়া এবং তাদের ইচ্ছা চাপানোর পথ করে দেয়ার শামিল।
সাক্ষাৎ অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা পারস্য উপসাগরীয় এলাকা ইরানের জন্য অনিরাপদ করে তুলতে চায় কিন্তু বিপ্লবী গার্ড বাহিনীর নৌশক্তি সে ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে এবং শত্রুদের জন্যই পারস্য উপসাগর অনিরাপদ হয়ে পড়বে। আইআরআইবি
3382718
 

captcha