IQNA

“ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখা জেসিপিওএ’র লঙ্ঘন”

16:56 - October 21, 2015
সংবাদ: 3391429
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল রাখার অর্থ হচ্ছে পরমাণু ইস্যুতে চূড়ান্ত সমঝোতা বা জেসিপিওএ’র লঙ্ঘন। তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে লেখা এক চিঠিতে এ কথা বলেছেন।

বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা বলেন, “ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে অথবা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে- যেকোনো প্রেক্ষাপটে যে পর্যায় থেকেই এ ধরনের মন্তব্য করা হোক না কেন তা জেসিপিওএ’র সরাসরি লঙ্ঘন হবে।” পরিস্থিতি এমন হলে ইরান সরকারকে এ সমঝোতা বাস্তবায়ন প্রক্রিয়া বন্ধ করে দিতে হবে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।
আরাক রিঅ্যাক্টর এবং বিদ্যমান সমৃদ্ধ ইউরেনিয়াম বিক্রি সম্পর্কে তিনি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির সামরিক বিষয়ক ফাইল বন্ধ করলে এবং পর্যাপ্ত নিশ্চয়তা পাওয়ার পরই কেবল এসব বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
সর্বোচ্চ নেতা তার চিঠিতে আরো বলেন, ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আমেরিকা তেহরানের সঙ্গে শত্রুতামূলক ও ব্যাঘাতসৃষ্টিকারী নীতি অনুসরণ করে আসছে। আইআরআইবি

3391256
 

captcha