
বার্তা সংস্থা ইকনা: আল সুমারিয়া নিউজে সাথে এক সাক্ষাতকারে কারবালার প্রাদেশিক পরিষদের প্রধান ‘নাফিস আল-খাত্ত্বাবী’ বলেছেন: চলতি বছরে আশুরার নিরাপত্তা ও পরিষেবা পরিকল্পনা সফল হয়েছে। ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে কারবালায় ৬৩ লাখ যায়ের (জিয়ারতকারী) উপস্থিত হয়েছেন।
তিনি আরও জানিয়েছেন: এ বছরে শান্তিপূর্ণ ভাবে আশুরার শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রথম বারের জন্য কারবালার নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য f-16 যোদ্ধারা কারবালার আকাশ পথে টহল দিয়েছে।
নাফিস আল-খাত্ত্বাবী বলেন: আশুরা উপলক্ষে বিশ্বের ২৬টি দেশ থেকে ৩ লাখ যায়ের কারবালায় ইমাম হুসাইন (আ.)এর মাযারে উপস্থিত হয়েছেন।
মুহররম মাসের প্রথম ১০ দিনে যায়েরদের সেবা প্রদানের জন্য ৫৬০টি আঞ্জুমান সক্রিয় ছিল।
3393204