
বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের রাজধানী সানায় ‘আল মাশহাদ’ নামক মসজিদের সামনে সন্ত্রাসীরা একটি হস্ত নির্মিত বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এ বোমা হামলার ফলে ৫ জন আহত হয়েছে।
এছাড়াও, ইয়েমেনের আল বেইজা শহরের ‘আল রিয়াদ’ হোটেলের সামনে অপর একটি বোমা বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এখনও পর্যন্ত এ হামলার দায়ভার কোন ব্যক্তি বা দল স্বীকার করেনি।
3395122