IQNA

ব্রিটেনে আন্তর্জাতিক কোরআন সম্মেলন অনুষ্ঠিত হবে

21:54 - October 27, 2015
সংবাদ: 3399605
আন্তর্জাতিক বিভাগ: ২০১৬ সালের ২রা জুন ব্রিটেনে আন্তর্জাতিক কোরআন গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা:: আন্তর্জাতিক কোরআন ইন্সটিটিউটের পক্ষ থেকে আগামী বছর ২রা জুন ব্রিটেনে কোরআন শিক্ষা ও গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হবে।
কুরআন গবেষণা সম্মেলনে বিভিন্ন ধর্মের মানুষের জন্য কুরআনের শিক্ষার বিশ্লেষণ করা হবে।
এই সম্মেলনে যে সকল বিষয়ের উপর আলোকপাত করা হবে তা হচ্ছে: ইসলামী হুকুমত প্রতিষ্ঠা এবং কোরআনের নির্দেশনা। কুরআনের আইন, ধর্মনিরপেক্ষ আইন, আন্তর্জাতিক আইন ও তার মিথস্ক্রিয়া। ইসলামী ব্যাংকিং বর্তমান ইসলামী সিস্টেম ও আর্থিক বাজারের কুরআনের ভিত্তিতে কাজ।
কোরআন সম্পর্কে মুসলমান এবং অমুসলিমদের বিভিন্ন প্রশ্নের উত্তর। এছাড়াও কোরআনের অনুবাদ, কোরআন এবং মিডিয়া, কোরআন এবং নৈতিকতা ইত্যাদি।
আন্তর্জাতিক কোরআন ইন্সটিটিউটের পক্ষ থেকে সকল আগ্রহিদেরকে এই সম্মেলনে অংশগ্রহণ করার জণ্য আহ্বান করা হয়েছে। এবং তারা আগামী বছরের মে মাস পর্যন্ত নাম লিখাতে পারবেন।
অংশগ্রহণে ইচ্ছুকরা এই ঠিকানায় http://quran-institute.org.uk/ নাম লিখাতে পারবেন।

3395205

 

captcha