IQNA

কারবালায় ২৫ লাখের অধিক বিদেশী যায়েরের প্রবেশ

23:57 - November 28, 2015
সংবাদ: 3457981
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে: ইমাম হুসাইন (আ.)এর চেহলুম উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্থলপথ ও আকাশ পথে এ পর্যন্ত ২৫ লাখের অধিক জায়ের ইরাকে প্রবেশ করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকি সীমান্ত পারাপারের প্রধান সামি সুদানি বলেছেন: ইরাক-ইরানের সীমান্তের সকল বর্ডারে জানিয়ে দেওয়া হয়েছে আগামী সপ্তাহের মধ্যে ইরানে থেকে আরও ২০ লাখ যায়েরদের গ্রহণ করা হবে।
হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর চেহলুম উপলক্ষে ইরাকের বিভিন্ন শহর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক কোটি জায়ের কারবালায় উপস্থিত হয়।
3457956

captcha