বার্তা সংস্থা ইকনা: ইরাকি সীমান্ত পারাপারের প্রধান সামি সুদানি বলেছেন: ইরাক-ইরানের সীমান্তের সকল বর্ডারে জানিয়ে দেওয়া হয়েছে আগামী সপ্তাহের মধ্যে ইরানে থেকে আরও ২০ লাখ যায়েরদের গ্রহণ করা হবে।
হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর চেহলুম উপলক্ষে ইরাকের বিভিন্ন শহর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক কোটি জায়ের কারবালায় উপস্থিত হয়।
3457956