IQNA

সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাশ্চাত্য দ্বৈত নীতি গ্রহণ করেছে: আয়াতুল্লাহ ইমামি কাশানি

19:14 - December 04, 2015
সংবাদ: 3459720
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা যুব সমাজের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার দ্বিতীয় চিঠিকে অত্যন্ত মূল্যবান এবং ধর্মীয় ও রাজনৈতিক আদর্শে পরিপূর্ণ বলে মন্তব্য করেছেন তেহরানের জুমার নামাজের খতিব। তিনি বলেছেন, বিভিন্ন জাতিকে পথ নির্দেশের উদ্দেশ্যে পৃথিবীতে অন্যান্য ধর্ম এলেও ইসলাম এসেছে গোটা মানবজাতিকে আলোকিত করতে।

আইআরআইবি’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খোতবায় এসব মন্তব্য করেন। তিনি সারাবিশ্বের তরুণ সমাজকে উদ্দেশ করে বলেন, তরুণদের উচিত অত্যন্ত সতর্কভাবে ইসলামের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যাতে তারা এই মহান ধর্মের ছায়াতলে শান্ত ও নিরাপদ বিশ্ব গঠন করতে পারে। তিনি বলেন, বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সঠিক দিক-নিদের্শনাভিত্তিক আলোচনার মাধ্যমে বিশ্বের চলমান সংকটগুলোর সমাধান করা সম্ভব।

সন্ত্রাসবাদের ব্যাপারে পাশ্চাত্যের দ্বৈত নীতির সমালোচনা করে তেহরানের জুমার নামাজের খতিব বলেন, পশ্চিমা দেশগুলো তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরোধিতা করলেও ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসবাদকে সমর্থন করছে।
তিনি ইমাম হোসেইন (আ.)-এর শাহাদাতের চেহলাম বার্ষিকীতে কোটি কোটি মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেছেন, মানব ইতিহাসে এটি একটি নজীরবিহীন দিন। কারন, ইমাম হোসেইন (আ.) শুধু কুফরের বিরুদ্ধেই লড়াই করেননি সেইসঙ্গে তৎকালীন সমাজের ওপর চেপে বসা শাসকদের মিথ্যা ইসলামের স্বরূপ উন্মোচনা করে বিশ্ববাসীর সামনে খাঁটি ইসলামকে পরিচিত করিয়েছিলেন।
কারবালায় ইমাম হোসেইন (আ.)-এর শাহাদাতের চেহলাম বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করায় তিনি ইরাকের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হুমকি সত্ত্বেও কোটি কোটি মুসলমান কারবালায় সমবেত হয়েছেন এবং সেখানে নিরাপত্তাহীন কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

3459686
 

captcha