IQNA

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র:

সন্ত্রাসীদের সমর্থন করার মাধ্যম শুধুমাত্র আঞ্চলিক সহিংসতা বৃদ্ধি হবে

21:35 - December 04, 2015
সংবাদ: 3459733
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারি বলেন, ‘সন্ত্রাসীদের সমর্থন করার মাধ্যম শুধুমাত্র আঞ্চলিক সহিংসতা বৃদ্ধি হবে’।

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বক্তৃতার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, প্রতিবেশী দেশগুলোর ব্যাপারে কথা বলার সময় রাষ্ট্রপ্রধানদের উচিত পারস্পরিক সম্মান ও ভদ্রতা বজায় রাখা।
সম্প্রতি এরদোগান দাবি করেছেন, তিনি ইরানের প্রেসিডেন্টকে এই মর্মে হুঁশিয়ার করে দিয়েছেন যে, দায়েশের কাছ থেকে তুরস্কের তেল কেনার ব্যাপারে তেহরান যদি কথা বলা বন্ধ না করে তাহলে ইরানকে চড়া মূল্য দিতে হবে। 
এরদোগানের এ দাবির প্রতিক্রিয়ায় আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারি বলেন, তুর্কি প্রেসিডেন্টকে সবার আগে ভদ্রতা শিখতে হবে। তিনি আরো বলেন, “যে নীতির কারণে ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় সিরিয়া ও ইরাকে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলো লাভবান হয় তা বন্ধ করা উচিত। মধ্যপ্রাচ্যের যেসব দেশ সন্ত্রাসবাদকে সমর্থনের নীতি গ্রহণ করেছে তাদেরকে আগের অবস্থান থেকে সরে এসে সন্ত্রাস নির্মূলের প্রচেষ্টায় যোগ দেয়া উচিত। মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদ নির্মূলের যেকোনো প্রচেষ্টাকে ইসলামি প্রজাতন্ত্র ইরান স্বাগত জানায় এবং এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।”

বৃহস্পতিবার আঙ্কারায় তুরস্কের শ্রমিক ইউনিয়নগুলোর এক সম্মেলনে এরদোগান দাবি করেন, দায়েশের কাছ থেকে তেল কেনার ব্যাপারে তার হুঁশিয়ারি পাওয়ার পর ‘ইরানিরা’ তাদের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে জানায়, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদেগান ও তার পরিবারের সদস্যরা ইরাক ও সিরিয়ায় তৎপর দায়েশ সন্ত্রাসীদের কাছ থেকে তেল কিনছে। উগ্র সন্ত্রাসীরা এরদোগানের প্রত্যক্ষ সহযোগিতায় তুরস্ক হয়ে বিদেশে অত্যন্ত কমদামে তেল পাচার করছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে ইরান এ ব্যাপারে কবে কথা কি কথা বলেছে এবং কবে তা প্রত্যাহার করে নিল সে সম্পর্কে এরদোগান কোনো মন্তব্য করেননি। আন্তর্জাতিক গণমাধ্যমেও ইরানের কোনো কর্মকর্তার পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য প্রকাশিত হয়নি।
3459664

captcha