IQNA

খ্রিস্টানদের সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষা করল মুসলমানেরা

23:22 - December 24, 2015
সংবাদ: 3469046
আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ায় উত্তরাঞ্চলীয় মান্ডেরা শহরে একটি বাসের ওপর সোমালিয়ার সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাব আকস্মিক হামলা চালালে বাসের মুসলিম যাত্রীরা খৃস্টান যাত্রীদের রক্ষা করে।

বার্তা সংস্থা ইকনা: কেনিয়ায় উত্তরাঞ্চলীয় মান্ডেরা শহরে এক সরকারী কর্মকর্তা জানায়: এই হামলা গত সোমবার সোমালিয়ার সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাবের সদস্যরা চালায়। মান্ডেরা শহরের রাস্তায় একটি যাত্রীবাহী বাস চলাকালীন সময়ে এ ঘটনাটি ঘটে। সন্ত্রাসীদের এ হামলার ফলে দুই জন নিহত হয়।
কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ৬০ জন যাত্রী নিয়ে বাসটি রওয়ানা হয়েছিল। পাপা শহরের  মান্ডেরা নামক অঞ্চলে সন্ত্রাসীরা সমনের কাচে গুলি করে বাসটি থামায়।
বাসে উপস্থিত থাকা কিছু মুসলিম যাত্রীরা অমুসলিমদের স্কার্ফ দিয়ে তাদের পরিচয় রক্ষা করার চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন: সন্ত্রাসীদের একজন বাসে প্রবেশ করে এবং বাস থেকে সবাইকে নীচে নেমে মুসলমান এবং অমুসলমানদের আদালা হওয়ার নির্দেশ দেয়। এসময়ে বাসে থাকা এক অমুসলিম যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে হামলা করে তাকে নিহত করে আল শাবাবের সন্ত্রাসীরা এবং  মুসলমানদের সাহায্যে অন্যান্য যাত্রীদের জীবন বেচে যায়।
অবশ্য হামলায় অরও এক ব্যক্তি নিহত হয়েছেন। আল শাবাব প্রায়ই কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে এ ধরনের হামলা চালায়।
গত এপ্রিল মাসে গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে গ্রুপটি যখন হামলা চালিয়েছিল তখন তারা বহু মুসলিমকে ছেড়ে দিয়ে শুধু খ্রিস্টানদের আলাদা করে হত্যা করেছিল।
মান্ডেরার গভর্নর আলি রোবা বলেছেন, খ্রিস্টানদের জীবন রক্ষা করে মুসলিমরা দেশপ্রেমের পরিচয় দিয়েছে।
যে বাসটিতে হামলা হয়েছে তার চালক বিবিসিকে নিশ্চিত করেছেন, মুসলিম যাত্রীরা বাস থেকে খ্রিস্টানদের আলাদা করতে দেয়নি।
3468520

captcha