আজ বিকেলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহুল উজমা সায়্যেদ আলি খামেনেয়ি রাষ্ট্রপতি ও মন্ত্রীপরিষদের সদস্যদের সাথে সাক্ষাতে জাতীয় শক্তি ও মর্যাদার উপাদানগুলোকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, দেশের অন্যতম প্রধান ইস্যু হলো জনগণের জীবনযাত্রা ও অর্থনৈতিক সমস্যা।
আয়াতুল্লাহ খামেনেয়ি বাজারে শৃঙ্খলা আনয়ন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, উৎপাদন শক্তিশালীকরণ, আবাসন সমস্যা সমাধান, অপচয় রোধ, সুযোগকে কাজে লাগিয়ে বড় সিদ্ধান্ত বাস্তবায়ন এবং গণমাধ্যম ও লেখক-পণ্ডিতদের দেশীয় সাফল্য তুলে ধরে জনগণের মধ্যে আশা জাগানোর সুপারিশ করেন।
সর্বোচ্চ নেতা রাষ্ট্রপতি ডাক্তার মসউদ পেজেশকিয়ান ও সরকারের পরিশ্রমী কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাষ্ট্রপতির প্রেরণা, উদ্যম ও কর্মতৎপরতা প্রশংসনীয়। তিনি পেজেশকিয়ানের সাম্প্রতিক চীন সফরকে “খুবই ইতিবাচক” আখ্যায়িত করে বলেন, এর সুফল অবশ্যই অনুসরণ করা উচিত।
আয়াতুল্লাহ খামেনেয়ি বলেন, সরকারের মূল দায়িত্ব হলো জনগণের সাধারণ প্রয়োজনীয়তা যেমন জীবিকা, নিরাপত্তা, স্বাস্থ্য ও সংস্কৃতি নিশ্চিত করা। তিনি রাষ্ট্রের তিন শাখার মধ্যে সহযোগিতা ও জাতীয় ঐক্যকে “অভূতপূর্ব সুযোগ” হিসেবে উল্লেখ করেন এবং প্রশাসনিক কাঠামোকে ছোট ও কার্যকর করার আহ্বান জানান।
সাক্ষাতের শুরুতে প্রেসিডেন্ট মসউদ পেজেশকিয়ান এক বছরের কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি, খরা এবং বৈদেশিক চ্যালেঞ্জকে প্রধান সমস্যা বলে উল্লেখ করেন।
প্রেসিডেন্ট বলেন, সরকার: অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছে, প্রতি মাসে সাতটি নিম্নআয়ের স্তরে ক্যালোকার্ড প্রদান করছে, শিক্ষা খাতে ২,৪০০টি নতুন বিদ্যালয় চালু করেছে, স্বাস্থ্য খাতে পারিবারিক চিকিৎসক প্রকল্প এগিয়ে নিচ্ছে, তেল উৎপাদন দৈনিক ২.৫ লক্ষ ব্যারেল বৃদ্ধি এবং ১০ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস ফ্লেয়ার সংগ্রহ করেছে, প্রতিবেশীসহ রাশিয়া, চীন, তুরস্ক ও ইউরেশিয়ার দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি বাস্তবায়নে কাজ করছে।
পেজেশকিয়ান আশ্বাস দিয়ে বলেন: “দল ও জনগণের সহযোগিতা এবং সর্বোচ্চ নেতার দিকনির্দেশনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব, এবং আমরা অবশ্যই এগুলো অতিক্রম করব।” 4303895#