বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা) এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঐক্য সপ্তাহের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি বলেন,আন্তরিক দৃঢ় ঐক্যের মাধ্যমে মুসলিম দেশগুলো ইসলামের শত্রুদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে পারে।
কোনো কোনো আরব দেশের ভূমিকার সমালোচনা করে জনাব জান্নাতি বলেন তারা মূলত বলদর্পী শক্তিগুলোর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে এরইমাঝে মুসলমানদের বিরুদ্ধেই ব্যাপক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে।
নাইজেরিয়ায় শিয়াদের ওপর আক্রমণের নিন্দা জানানোর পাশাপাশি সেদেশের ইসলামি আন্দোলনের মহাসচিব শেখ ইব্রাহিম আজ-জাকজাকি’র বাড়িতে হামলার ঘটনারও নিন্দা জানান প্রখ্যাত এই আলেম। তিনি বলেন মুসলিম বিশ্বের উচিত এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেয়া।
২০০৯ সালের ৩০ ডিসেম্বর মোতাবেক ঐতিহাসিক ৯ দেই স্মরণে জনাব জান্নাতি বলেন ইরানের সচেতন জনতা সেদিন যথাসময়ে ময়দানে উপস্থিত থেকে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন ভবিষ্যতেও একইভাবে শত্রুদের সকল ষড়যন্ত্র ইরানের জনগণ সচেতনভাবেই ধ্বংস করে দেবে।
হযরত ঈসা (আ) এর শুভ জন্মবার্ষিকীকে অভিনন্দিত করে তিনি তাঁর অনুসারীদের প্রতি শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি মজলুমদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।#3469122
সূত্র : আইআরআইবি