বার্তা সংস্থা ইকনা: হিউস্টনের মসজিদে অগ্নিসংযোগের ঘটনার সাথে ইসলাম বিদ্বেষীদের হাত রয়েছে বলে ধারণা করলে এফবিআই।
গত শুক্রবার (২৫শে ডিসেম্বর) আমেরিকার হিউস্টনের মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের এক সদস্য বলেন: স্থানীয় সময় ১৪:৪৫টায় মসজিদে আগুন লাগে এবং পরবর্তীতে এটা এতই ব্যাপক হয় যে, আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের ৮০ জন সদস্য উপস্থিত হয়।
এ ঘটনার ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি, তবে মসজিদে ব্যাপক ক্ষতি হয়েছে।
সম্প্রতি আমেরিকার বিভিন্ন প্রদেশে অনেক মসজিদ ও ইসলামিক কেন্দ্রে আগুন লেগেছে এবং প্রথমে পুলিশ হিউস্টনের মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিক বলে ধারণা করেছিল।
তবে প্রাথমিক তদন্ত শেষে এফবিআই জানিয়েছে: এ ঘটনার সাথে ইসলাম বিদ্বেষীরা জড়িত রয়েছে বলে সন্দেহ করছি।
১১ই ডিসেম্বর সাউদার্ন ক্যালিফোর্নিয়ার মসজিদ ও ইসলামিক সেন্টারে আগুন লাগে এবং সেখানেও পর্যবেক্ষণ করে দেখা যায় যে, ইসলাম বিদ্বেষীরা ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়েছে।
এ ঘটনার পর লস এঞ্জেলেস টাইমস পত্রিকায় এক সাক্ষাতকারে ক্যালিফোর্নিয়ার "রিভারসাইড কাউন্টি"র প্রধান ‘জন বুনাভা’ বলেন: এটা খুবই দু:খজনক যে, কিছু চরমপন্থিরা সন্ত্রাসীমুলক কাজ করছে এবং তাদের সাথে কোন ধর্মের (ইসলাম) সম্পর্ক নেই। অথচ এই সন্ত্রাসীদের কর্মকাণ্ডের জন্য মুসলমানদের প্রতি হামলা হচ্ছে!
3469492