IQNA

কুরআন কি বলে/ ৫০

ঈমানদারদের সংহতি

0:11 - May 12, 2023
সংবাদ: 3473735
তেহরান (ইকনা): দৃষ্টিভঙ্গির পার্থক্য কখনো কখনো ঈমানদারদের তথা বিশ্বাসীদের মধ্যে বিচ্ছিন্নতা ও দূরত্ব সৃষ্টি করে। কিন্তু কুরআন একটি বিশেষ সমাধান প্রবর্তন করে সবাইকে ঐক্যের আমন্ত্রণ জানায়।

দৃষ্টিভঙ্গির পার্থক্য কখনো কখনো ঈমানদারদের তথা বিশ্বাসীদের মধ্যে বিচ্ছিন্নতা ও দূরত্ব সৃষ্টি করে। কিন্তু কুরআন একটি বিশেষ সমাধান প্রবর্তন করে সবাইকে ঐক্যের আমন্ত্রণ জানায়।

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

এবং তোমরা সমবেতভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়তার সাথে ধরে থাক এবং দলে দলে বিভক্ত হয়ো না; আর তোমাদের ওপর আল্লাহর নিয়ামতগুলো স্মরণ কর যে, তোমরা পরস্পরের শত্রু ছিলে, অতঃপর তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করে দিলেন, ফলে তোমরা তাঁর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে,  এবং তোমরা আগুনের গহ্বরের (জাহান্নামের) কিনারায় ছিলে, আর তিনি (আল্লাহ) তোমাদের তা থেকে রক্ষা করলেন। এভাবেই আল্লাহ তাঁর আয়াতসমূহকে তোমাদের জন্য বিবৃত করেন যাতে তোমরা পথপ্রাপ্ত হও।

সূরা আলে ইমরান, আয়াত: ১০৩।

"ঐশ্বরিক সুতো"র অর্থ হল মহান আল্লাহ বিশুদ্ধ সারাংশের সাথে যোগাযোগের যে কোনো মাধ্যম, তা ইসলাম হোক বা কুরআন হোক বা নবী ও তাঁর পরিবার হোক।

এই আয়াতটি ঐক্য ও ভ্রাতৃত্বের মহান নেয়ামতের দিকে ইঙ্গিত করে এবং মুসলমানদেরকে অতীতের করুণ অবস্থা সম্পর্কে চিন্তা করার আমন্ত্রণ জানায় এবং সেই "বিচ্ছুরণ"কে এই "ঐক্য" এর সাথে তুলনা করে।

এখানে মুমিনদের হৃদয়ের কথা নিজের কাছে লেখার বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে: "আল্লাহ তোমাদের অন্তরে সম্প্রীতি সৃষ্টি করেছেন" এই ব্যাখ্যা দিয়ে তিনি ইসলামের একটি সামাজিক অলৌকিক ঘটনাকে নির্দেশ করেছেন, কারণ যদি আমরা আরবের শত্রুতা ও শত্রুতার ইতিহাস সঠিকভাবে পরীক্ষা করি, তাহলে আমরা দেখতে পায় তাদের মধ্যে কতটা বিভেদ ছিল।

পয়েন্টসমূহ:

অন্তরের মধ্যে শান্তি সৃষ্টি করা একমাত্র আল্লাহর হাতে। «فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ» নবীকে উদ্দেশ্য করে কুরআনে বলা হয়েছে:

وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ ۚ لَوْ أَنْفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَٰكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ

এবং তিনি তাদের (মুসলমানদের) অন্তরগুলোর মধ্যে সম্প্রীতি স্থাপন করেছেন। তুমি যদি পৃথিবীতে যা আছে তা সবই ব্যয় করতে তবুও তাদের অন্তরগুলোর মধ্যে প্রীতি স্থাপন করতে পারতে না; কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রীতি (ও ভালবাসা) সৃষ্টি করেছেন; নিশ্চয় তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

যদি পৃথিবীর সমস্ত পুঁজি ব্যয় করা হয়, তাহলেও মহান আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষের হৃদয়ের মধ্যে সংযোগ স্থাপন করা সম্ভব নয়।

বিভক্তি যারা ছড়ায় তারা মহান আল্লাহ শাস্তির মধ্যে রয়েছে। এছাড়াও, ইসলামে ঐক্য সৃষ্টির জন্য মিথ্যা বলা জায়েজ এবং বিভক্তি সৃষ্টি করার জন্য সত্য বলা হারাম।

বার্তাসমূহ

১. ঐক্য গঠন ও বিভক্তি পরিহার করা ঐশী কর্তব্য। «وَ اعْتَصِمُوا»

২. ঐক্যের অক্ষ শুধুমাত্র মহান আল্লাহ কর্তৃক প্রেরিত ধর্ম হওয়া উচিত; জাতি, ভাষা, জাতীয়তা ইত্যাদি নয়। «بِحَبْلِ اللَّهِ»

৩. ইসলামের বরকত ও সেবাকে অবহেলা করবেন না। «إِذْ كُنْتُمْ أَعْداءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ»

৪. ঐক্যই ভ্রাতৃত্বের কারণ। «فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْواناً»

৫. আল্লাহর মহান আশীর্বাদের একটি হচ্ছে ঐক্য গঠন ও একতা। . «فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ»

৬. বিভেদ এবং শত্রুতা হচ্ছে অতল এবং আগুনের গর্ত। «شَفا حُفْرَةٍ مِنَ النَّارِ»

৭. মহান আল্লাহর নেয়ামত তার নিদর্শন। «وَ اذْكُرُوا نِعْمَتَ اللَّهِ ... يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آياتِهِ»

৮. মহান আল্লাহর নেয়ামত স্মরণ করা প্রেমের কারণ এবং হেদায়েতের ভিত্তি। «وَ اذْكُرُوا نِعْمَتَ اللَّهِ ... لَعَلَّكُمْ تَهْتَدُونَ»

ট্যাগ্সসমূহ: কুরআন কি বলে
captcha